‘স্নায়ুযুদ্ধের কারণে শমসের মবিনের পদত্যাগ’
মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘বিএনপির ভেতরে অস্থিরতা চলছে। খালেদা-তারেকের সঙ্গে স্নায়ুযুদ্ধ চলছে অনেক শীর্ষ নেতার। এসব কারণেই পদত্যাগ করেছেন সমশের মবিন চৌধুরী। আরও অনেকেই পদত্যাগ করতে পারেন।’
৩১ অক্টোবর (শনিবার) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেটের দলীয় নেতাদের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। সেখানে সমশের মবিন প্রসঙ্গে সৈয়দ আশরাফ ওই মন্তব্য করেন বলে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ এবিসিনিউজবিডিকে বলেন।
যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পথে আজ ওসমানী বিমানবন্দরে যাত্রাবিরতি করেন আশরাফ। এ সময় মিসবাহউদ্দিন সিরাজের নেতৃত্বে সিলেট আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সৈয়দ আশরাফের সঙ্গে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামও।
বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা হয়। দলীয় পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচনের বিধান রেখে আইন সংশোধনের বিষয়ে আলাপকালে সিটি করপোরেশন ও পৌরসভা ছাড়া ইউনিয়ন পর্যায়ে দলীয় পরিচয়ে নির্বাচন করার ব্যাপারে দ্বিমতের বিষয়টি মন্ত্রীকে জানান নেতৃবৃন্দ।