শুরু হল ‘ডিজিটাল ব্রডকাস্ট নিউজ রিপোর্টিং’ প্রগ্রামঃ


সাইফুর রহমান, প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকাঃ  শুরু হল আজ থেকে  জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে চার সপ্তাহব্যাপী ‘ডিজিটাল ব্রডকাস্ট নিউজ রিপোর্টিং’ প্রগ্রাম । পাঠ্যধারার উদ্বোধন করেন, ইনস্টিটিউটের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরী।

রোববার ১ নভেম্বর সকাল ১১:০০ টায় রাজধানীর দারুস সালামস্থ ইনস্টিটিউটের সেমিনার কক্ষে এ  উদ্বোধন  অনুস্ঠিত হয়।

পাঠ্যধারায় শিক্ষাথী হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ বেতারের ৬ জন, ব্যাংলাদেশ টেলিভিশনের ৪ জন এবং ১০ জন ফ্রিল্যাণ্সারসহ মোট ২০ জণ অংশগ্রহন করেন ।

Capture 2উদ্বোধনী অনুস্ঠানের উদ্বোধন ও সভাপতিত্ব করেন জাতীয় গনমাধ্যম  ইনস্টিটিউটের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরী ।এছাড়া  অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক শচীন্দ্র নাথ হালদার, পরিচালক শেখ মুহাম্মদ রেফাত আলী, উপ-পরিচালক শারকে চামান খান, উপ-পরিচালক রওনক জাহান, সহকারী-পরিচালক সুমনা পারভীন সহ ইনস্টিটিউটের অনান্য কর্মকর্তারা।  

ইনস্টিটিউটের পরিচালক শেখ মুহাম্মদ রেফাত আলী কতৃক সাক্ষরিত গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে জাতীয় গনমাধ্যম ইনস্টিটিউট ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ