বিপিএলের তৃতীয় আসরের চূড়ান্ত সময় সূচিঃ

ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকাঃ  বিআরবি বিপিএলের তৃতীয় আসরের চূড়ান্ত সূচি প্রকাশিত হয়েছে। শনিবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়।

সূচিতে ২২ নভেম্বর দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস। আর দ্বিতীয় ম্যাচে লড়বে ঢাকা ডাইনামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬.৪৫টায়। বিপিএলের প্রথম পর্বের ম্যাচ হবে ঢাকায়। এরপর দ্বিতীয় পর্ব হবে চট্টগ্রামে। আর তৃতীয় ও শেষ পর্ব হবে ঢাকায়। ২২ নভেম্বর শুরু হয়ে ১৫ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে বিপিএলের তৃতীয় আসর। চলুন দেখে নেওয়াক যাক বিপিএলের তৃতীয় আসরের চূড়ান্ত সময়সূচি।
প্রথম পর্ব : ভেন্যু ঢাকা

তারিখ মুখোমুখি সময়
২২ নভেম্বর রংপুর রাইডার্স-চিটাগাং ভাইকিংস বেলা ২টা
ঢাকা ডায়নামাইটস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স সন্ধ্যা ৬.৪৫টা

২৩ নভেম্বর সিলেট সুপার স্টার্স-চিটাগাং ভাইকিংস বেলা ২টা
রংপুর রাইডার্স-বরিশাল বুলস সন্ধ্যা ৬.৪৫টা

২৪ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্স-চিটাগাং ভাইকিংস বেলা ২টা
সিলেট সুপার স্টার্স-বরিশাল বুলস সন্ধ্যা ৬.৪৫টা

২৫ নভেম্বর রংপুর রাইডার্স-ঢাকা ডায়নামাইটস বেলা ২টা
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-বরিশাল বুলস সন্ধ্যা ৬.৪৫টা

২৬ নভেম্বর সিলেট সুপার স্টার্স-রংপুর রাইডার্স বেলা ২টা
চিটাগাং ভাইকিংস-ঢাকা ডায়নামাইটস সন্ধ্যা ৬.৪৫টা

২৭ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্স বেলা ২টা
সিলেট সুপার স্টার্স-ঢাকা ডায়নামাইটস সন্ধ্যা ৬.৪৫টা।

দ্বিতীয় পর্ব : ভেন্যু চট্টগ্রাম
তারিখ মুখোমুখি সময়
৩০ নভেম্বর বরিশাল বুলস-চিটাগাং ভাইকিংস বেলা ২টা
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট সুপার স্টার্স সন্ধ্যা ৬.৪৫টা

১ ডিসেম্বর রংপুর রাইডার্স-চিটাগাং ভাইকিংস বেলা ২টা
বরিশাল বুলস-ঢাকা ডায়নামাইটস সন্ধ্যা ৬.৪৫টা

২ ডিসেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ঢাকা ডায়নামাইটস বেলা ২টা
সিলেট সুপার স্টার্স-চিটাগাং ভাইকিংস সন্ধ্যা ৬.৪৫টা

৩ ডিসেম্বর রংপুর রাইডার্স-বরিশাল বুলস বেলা ২টা।
তৃতীয় পর্ব-ভেন্যু ঢাকা
তারিখ মুখোমুখি সময়
৬ ডিসেম্বর সিলেট সুপার স্টার্স-বরিশাল বুলস বেলা ২টা
রংপুর রাইডার্স-ঢাকা ডাইনামাইটস সন্ধ্যা ৬.৪৫টা।

৭ ডিসেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্স-বরিশাল বুলস বেলা ২টা
সিলেট সুপার স্টার্স-রংপুর রাইডার্স সন্ধ্যা ৬.৪৫টা।

৮ ডিসেম্বর চিটাগাং ভাইকিংস-ঢাকা ডায়নামাইটস বেলা ২টা
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্স সন্ধ্যা ৬.৪৫টা।

৯ ডিসেম্বর সিলেট সুপার স্টার্স-ঢাকা ডায়নামাইটস বেলা ২টা
বরিশাল বুলস-চিটাগাং ভাইকিংস সন্ধ্যা ৬.৪৫টা।

১০ ডিসেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট সুপার স্টার্স বেলা ২টা
বরিশাল বুলস-ঢাকা ডায়নামাইটস সন্ধ্যা ৬.৪৫টা।

১২ ডিসেম্বর সময় বেলা ২টা ও সন্ধ্যা ৬.৪৫টা
প্রথম সেমিফাইনাল বা কোয়ালিফায়ার (পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল)
এলিমিনেটেড ম্যাচ (পয়েন্ট টেবিলের ৩ ও ৪ নম্বর দল)।

১৩ ডিসেম্বর
দ্বিতীয় সেমিফাইনাল বা কোয়ালিফায়ার (প্রথম কোয়ালিফায়ার পরাজিত বনাম এলিমিনেটর বিজয়ী)।

১৫ ডিসেম্বর

দ্যা বিগ ফাইনাল।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ