বাক স্বাধীনতা ও গণতন্ত্র আমাদেরই রক্ষা করতে হবে : সুলতানা কামাল

আনোয়ার আজমী, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
বরিশাল : আইন ও শালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন, নারীর অগ্রগতি ঠেকাতে মৌলবাদী গোষ্ঠী এখনো তৎপর। মুক্তমনা লেখক ও প্রকাশককে হত্যা করে ওই গোষ্ঠী কণ্ঠরোধ করার চেষ্টা করছে। মানবাধিকার, গণতন্ত্র, বাক স্বাধীনতা ও নিরাপত্তা আমাদেরই রক্ষা করতে হবে।

৩ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে  পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিক, বেসরকারি সংস্থার প্রতিনিধি, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি সুলতানা কামাল এসব কথা বলেন।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, রাজনীতি আজ সুবিধাবাদীদের নিয়ন্ত্রণে। শিক্ষা, ব্যবসা ও চাকরিতে পুনর্বাসিত হয়েছে স্বাধীনতাবিরোধী চক্র। উগ্র মৌলবাদী চক্রের কারণে’ ৫২ ও’ ৭১-এর চেতনা নস্যাৎ হচ্ছে বারবার। তিনি বলেন, আজ একটি স্মরণীয় শোকের দিন। এদিন আমরা জাতীয় চার নেতাকে হারিয়েছি। আমরা এ হত্যাকান্ডের নিন্দা জানাই।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ