দীপন হত্যায় ফেনী থেকে মাদ্রাসা শিক্ষক আটক
এবিসিনিউজবিডি ডেস্ক,
ফেনী : জাগৃতি প্রকাশনীর স্বত্ত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যার ঘটনায় ফেনীর ফুলগাজী থেকে মুফতি জাহিদ হাসান মারুফ নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
৬ নভেম্বর (শুক্রবার) বেলা ১১টার দিকে তাকে ফুলগাজী থানার উত্তর তারাকুচা গ্রাম থেকে তাকে আটক করা হয়। তবে ঢাকায় মহানগর গোয়েন্দা পুলিশের তদন্তসংশ্লিষ্ট কোনো কর্মকর্তা বিষয়টি স্বীকার করেননি।
মারুফের বাবা মুফতি হাবিব উল্লাহ জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পরিচয়ে একদল লোক তার ছেলে মারুফের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা ও দীপন হত্যায় জড়িত থাকার তথ্য রয়েছে দাবি করে তার বাড়ি ও মাদ্রাসায় অভিযান চালিয়ে মারুফকে আটক করে নিয়ে যায়। মুফতি হাবিব উল্লাহর দাবি, তার ছেলে এসব কোনো কর্মকান্ডের সঙ্গে জড়িত নয়।
আমজাদহাট ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম জানান, বিষয়টি তিনি মারুফের বাবার কাছ থেকে শুনেছেন।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না।
একই অভিমত ফুলগাজী থানার পরিদর্শক মাইন উদ্দিনের। তিনি বলেন, এ ধরনের অভিযানের আগে স্থানীয় থানাকে জানানো হয়। কিন্তু এ বিষয়ে কোনো তথ্য তাদের জানা নেই।