ঘুড়ে দাঁড়ানোর পথ চলা আরো দীর্ঘ হোক
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : কাল (শনিবার) থেকে ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে বাংলাদেশ দলের সহ অধিনায়ক সাকিব আল হাসান চেয়েছেন দাপুটে জয়। তবে তার মতো করে বলেননি মাশরাফি বিন মুর্তজা। দাপুটে না হলেও জয় দিয়ে সিরিজ শুরু করতে চান অধিনায়ক। ওয়ানডেতে স্বপ্নের মতো একটি বছর কাটানোর পর সামনে আবার সেই প্রতিপক্ষ, যাদের গত বছর হারিয়ে ঘুরে দাঁড়ানোর গল্পটা শুরু হয়েছিল বাংলাদেশের। ঘুড়ে দাঁড়ানোর এই গল্পের পথ চলা আরো দীর্ঘ হোক এমন প্রত্যাশা অন লাইন নিউজ পোর্টাল ‘এবিসিনিউজবিডির’।
সিরিজের প্রথম ম্যাচ বলে দারুণ সতর্ক মাশরাফি। সিরিজ বা টুর্নামেন্টের প্রথম ম্যাচের শুরুতে চাপে পড়ে যাওয়া বাংলাদেশের জন্য নতুন নয়। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষেই প্রথম ওয়ানডেতে ৭০ রানে প্রথম চার উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১১৯ রানে আবার প্রথম চার ব্যাটসম্যানকে হারায় দলটি।
দুইবারই দলকে বিপদ থেকে টেনে তুলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এবার তেমন পরিস্থিতি চান না অধিনায়ক। সাকিব পর্যন্ত ব্যাটিং আসুক সেটা চাওয়া নয় তার। সৌম্য সরকারের অনুপস্থিতিতে মাশরাফির এই চাওয়া পূরণ নাও হতে পারে।
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যে বড় অবদান রয়েছে বিস্ফোরক উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্যর। চোটের জন্য জিম্বাবুয়ের বিপক্ষে খেলাই হবে না তার। সৌম্যর জায়গা দলে আসা ইমরুল কায়েস শেষ তিনটি ওয়ানডেতে ছিলেন পুরোপুরি ব্যর্থ। জিম্বাবুয়ে সিরিজে তার জন্য বড় একটি পরীক্ষাই হতে যাচ্ছে।