মুশফিক-সাকিবে বাংলাদেশের দুর্দান্ত জয়
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : অসাধারণ এক সেঞ্চুরিতে বাংলাদেশকে লড়াকু পুঁজি এনে দিয়েছিলেন মুশফিকুর রহিম। আর দারুণ বোলিংয়ে দলকে বড় জয় এনে দিয়েছেন সাকিব আল হাসান। সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১৪৫ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে মাশরাফি বিন মুর্তজার দল।
৭ নভেম্বর (শনিবার) মিরপুরে মুশফিকের সেঞ্চুরি আর সাব্বির রহমানের ফিফটিতে ৯ উইকেটে ২৭৩ রানের লড়াকু পুঁজি গড়ে বাংলাদেশ। জবাবে ৩৬.১ ওভারে মাত্র ১২৮ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।
ওয়ানডেতে প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়েছেন সাকিব। ১০ ওভার বল করে ৪৭ রানের বিনিময়ে ৫ উইকেট নেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
আর বাংলাদেশ অধিনায়ক মাশরাফি ৬ ওভার বল করে মাত্র ১৩ রানের বিনিময়ে ২ উইকেট নেন। এ ছাড়া নাসির হোসেন ও আল-আমিনের ঝুলিতে জমা পড়ে একটি করে উইকেট।
বাংলাদেশের দেওয়া ২৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দেখেশুনেই খেলতে থাকে জিম্বাবুয়ে। শুরুতে দুই প্রান্ত থেকে মুস্তাফিজুর রহমান ও আরাফাত সানীকে আক্রমণে এনে সফলতার দেখা পাচ্ছিলেন না মাশরাফি।
মুস্তাফিজ ও সানীর বদলে আল-আমিন ও সাকিবকে আক্রমণে আনেন বাংলাদেশ অধিনায়ক। আর নিজের দ্বিতীয় ওভারেই দলকে সফলতা এনে দেন সাকিব। চামু চিবাবাকে (৯) ফিরিয়ে ৪০ রানের উদ্বোধনী জুটি ভাঙেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। লং অন ও লং অফের মাঝামাঝিতে চিবাবার দুর্দান্ত এক ক্যাচ নেন ব্যাট হাতে ব্যর্থ লিটন দাস।