বেগমগঞ্জের অন্তসত্তা গৃহবধূ  হত্যার প্রধান আসামি ঢাকায় আটক

1446522348117বেগমগঞ্জ  প্রতিনিধী : চৌমুহনী এলাকার রত্না রানী শীল (২২) নামের  পাচ মাসের অন্তসত্তা এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে এজাহার ভুক্ত প্রধান আসামী কৃষ্ণ রঞ্জনকে আটক করেছে পুলিশ। ৭ নভেম্বর তাকে ঢাকা হতে আটক করা হয়। এছাড়া ঘটনার দিন দুই  নম্বর আসামি নিহতের শাশুরী  সচী রানী ও পাচ নম্বর আসামী শুভ্র  কেও আটক  করেছে  বেগমগঞ্জ থানা পুলিশ । বাকীদের গেরেপ্তারের চেস্টা চলছে বলে জানান হত্যা  মামলার পুলিশের  তদন্তকারী কর্মকর্তা ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে পৌরসভার কিছমত করিমপুর এলাকার ডা. অমল ভূইয়ার বাসা থেকে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে। নিহত রত্না রানী শীল (২২) কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর এলাকার ডা. অমূল্য শীলের মেয়ে ও চৌমুহনী পৌরসভার কিছমত করিমপুর গ্রামের হোমিও চিকিৎসক কৃষ্ণ রঞ্জন শীলের স্ত্রী।

নিহতের পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০১৪ সালের মার্চ মাসে কিছমত করিমপুর গ্রামের ডা. অমল ভূইয়ার ছেলে কৃষ্ণ রঞ্জন শীলের সাথে রত্নার বিয়ে হয়। বিয়ের পর থেকে মাদকাসক্ত কৃষ্ণ রঞ্জন বিভিন্ন সময়ে না না কারনে যৈতুক দাবি করে। নিহত রত্নার বাবা মেয়ের শান্তির কথা চিন্তা করে মোট নগদ ১৬,২০,০০০ টাকা ও ১৬,৮০,০০০ টাকার  স্বর্ণালঙ্কার প্রদান করে । এর ফলে কিছুদিন ভাল আচারন করলেও ঘটনার কয়েকদিন আগে আবার যৈতুকের দাবি করে ।

নিহতের বাবা যৈতুকের টাকা দিতে অ-স্বীকৃতি জানানোর কারনেই  এতবড় বিপত্তি ঘটে বলে জানান শোকাহত পরিবারটি।

1446628590227গত ৪ নভেম্বর বুধবার রত্নার বাবার বাড়ী লক্ষণপুরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার রাতে ওই অনুষ্ঠানে যাওয়া নিয়ে কৃষ্ণ রত্নাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করেছে বলে এজাহার ও প্রাথমিক ভাবে জানা যায়  ।

 

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ