নির্বাচন অবাধ নয়, নিরপেক্ষ হয়েছে : সু চি

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি.
ঢাকা :  মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেতা অং সান সু চি বলেছেন, ৯ নভেম্বর (সোমবার) দেশটিতে হয়ে যাওয়া ঐতিহাসিক নির্বাচন ‘অবাধ না হলেও নিরপেক্ষ হয়েছে। নির্বাচনের পর দেয়া প্রথম সাক্ষাৎকারে সু চি মিয়ানমারের জনগণকে অভিনন্দন জানান।

সাংবিধানিক কারণে তিনি দেশটির প্রেসিডেন্ট হতে পারবেন না। তবে একজনকে খুঁজে নেবেন বলে জানিয়েছেন। দেশটিতে কয়েক দশকের সেনাশাসন শেষে ২৫ বছরের মধ্যে এই নির্বাচনকেই সবচে গণতান্ত্রিক বলে বিবেচনা করা হচ্ছে।

১০ নভেম্বর (মঙ্গলবার) আইএএনএস জানিয়েছে, মিয়ানমারের নির্বাচন কমিশন পার্লামেন্ট নির্বাচনে ১০৬টি আসনের ফলাফল ঘোষণা করেছে। এরমধ্যে ৫৪টি পার্লামেন্টের নিম্নকক্ষের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ আসনও রয়েছে।

সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমক্রেসি (এনএলডি) হাউজ অব রিপ্রেজেন্টেটিভে প্রাধান্য বিস্তার করছে। তার দল ঘোষিত ৫৪টি আসনের মধ্যে ইতোমধ্যে ৪৯ টি আসনে জয়ী হয়েছে। আর ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি এন্ড ডেভলাপমেন্ট পার্টি (ইউএসডিপি) মাত্র তিনটি আসনে জয়ী হয়েছে।
দেশটির পার্লামেন্ট নির্বাচনে ৯১টি রাজনৈতিক দল থেকে ৬ হাজার ৩৮ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। এদের মধ্যে ৩১০ জন স্বতন্ত্রপ্রার্থী। তিনটি পর্যায়ের নির্বাচনে ১ হাজারেরও বেশি আসনে এই প্রার্থীরা প্রতিদ্বন্ধিতা করছেন। ঘোষিত প্রথমদিনের ফল অনুযায়ী সু চির এনএলডি পার্লামেন্টের দুটি কক্ষ মিলিয়ে ৯৬টি আসনে জয়ী হয়েছেন। বাকি আসনের ফলাফলও পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।

মিয়ানমার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভে ১৭৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। আর উচ্চ কক্ষ হাউজ অব ন্যাশনালিটিজে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮৮৬ জন প্রার্থী। আর বাকি ৩৪১৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন আঞ্চলিক বা প্রাদেশিক পার্লামেন্টের আসনের জন্য।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ