র‌্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার জয়

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : বাংলাদেশ দলের র‌্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার জয়। আর একটি হোয়াইট ওয়াস। আজ হেরে গেলে বাংলাদেশের ক্ষতি হতো না সিরিজ আগেই জিতেছে বলে। কিন্তু আসলেই হতো না কি? এই একটা ম্যাচ হারলেই যে মহা মূল্যবান দুটো রেটিং পয়েন্ট হারিয়ে ফেলত বাংলাদেশ। জিম্বাবুয়েকে ৩-০তে ধবল ধোলাই নিশ্চিত করার বিনিময়ে বাংলাদেশ পেল ১ পয়েন্ট। আরও একটু এগিয়ে গেল র‌্যাঙ্কিংয়ে।

৬১ রানের এই জয় বাংলাদেশকে আরও একটু এগিয়ে দিল র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বরের দিকে। এখন যে জায়গাটি ইংল্যান্ডের দখলে। আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে খোঁড়াতে থাকা ইংল্যান্ড ম্যাচটি হেরে গেলে তাদের সঙ্গে বাংলাদেশের দূরত্ব কমে আসবে দুই পয়েন্টে। এখন বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৯৭।

এই সিরিজে রেটিং পয়েন্টটাই এত গুরুত্বপূর্ণ ছিল, উলট-পুরাণটাই তাই শোনাতে হচ্ছে আগে। সাধারণত ম্যাচ রিপোর্টে সাধারণত পয়েন্ট-টয়েন্টের হিসাব আসে পরে। আগে আসে ম্যাচের নায়কদের কথা। আজ বল হাতে যেমন নায়ক মুস্তাফিজুর রহমান।

ভারত-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আলোটা প্রায় একাই টেনে নিয়েছিলেন। কিন্তু এবার সিরিজের প্রথম দুই ম্যাচে আড়ালে থাকলেন। আজ আট ওভার বোলিং করে ৩৪ রানে নিলেন ৫ উইকেট। ছোট্ট ক্যারিয়ারে এরই মধ্যে তৃতীয়বারের মতো ইনিংসে ৫ উইকেট পেলেন। নয় ম্যাচে ২৬ উইকেট, ক্যারিয়ারে প্রথম নয় ইনিংসে সবচেয়ে বেশি উইকেট পাওয়ার রেকর্ডটাও ছুঁয়ে ফেললেন।

মুস্তাফিজের বোলিংয়েই ২১৫ রানে অলআউট জিম্বাবুয়ে। ছয় বোলার ব্যবহার করেছেন অধিনায়ক মাশরাফি। কেউ ফেরেনি খালি হাতে। মুস্তাফিজের দিনে বাকি পাঁচজন ভাগ করে নিয়েছেন একটি করে উইকেট।

দুই ওপেনারকে ফিরিয়ে দিয়ে শুরুটা করেছিলেন। শেষটাও টেনেছেন মুস্তাফিজই। এক সময় তো হ্যাটট্রিকের সামনেও দাঁড়িয়ে গিয়েছিলেন। ছোট্ট ক্যারিয়ারে বেশ কবার হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়েও হ্যাটট্রিকটা করা হলো না। হোক না, কিছু জাদু বাকি থাকাই তো ভালো!

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ