সেই অদম্যদের পুরস্কৃত করল ডিএমপি

মেহদী আজাদ মাসুম, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : মানবপাচারকারী সন্দেহে রামপুরা থেকে গ্রেফতার করা চার তরুণ-তরুণীকে ডেকে পুরস্কার দিয়েছে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। সেই সঙ্গে পুলিশের পক্ষ থেকে দুঃখও প্রকাশ করেছেন তিনি।

কিছুদিন আগে যাদের ছবি আসামি হিসেবে প্রকাশ পেয়েছিল ডিএমপি নিউজের অনলাইন পোর্টালে, সেই ছবি মুছে দিয়ে নতুন করে পুরস্কার পাওয়ার ছবি জায়গা পেল।

মানবপাচারকারী সন্দেহে গ্রেফতার হওয়া তরুণ-তরুণীরা ‘মজার ইশকুল’ নামে সেবাধর্মী একটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করেন। তাদেও স্বেচ্ছাসেবী সংস্থা অদম্য বাংলাদেশ এই স্কুল প্রতিষ্ঠা করে। স্কুল পরিচালনায় তাদের ভূমিকা স্বেচ্ছাসেবকের।

মঙ্গলবার ডিএমপি কমিশনার তাদের নিজ কার্যালয়ে ডেকে পাঠান। তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় স্বেচ্ছাসেকবকরা ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ডিএমপি কমিশনার মজার স্কুলের স্বেচ্ছাসেবকদের  শুভেচ্ছা স্মারক প্রদান করেন। সেই সঙ্গে তাদের সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর অদম্য বাংলাদেশের এই চার তরুণ-তরুণীকে মানবপাচারের অভিযোগে গ্রেফতার করে পুলিশ। মানবপাচারকারী হিসেবে এই ৪ তরুণের ছবি প্রকাশ করা হয় ফেসবুকে। শত শত ফেসবুক ব্যবহারকারী এই ছবির নিচে প্রতিবাদ করেন। সামাজিক গণমাধ্যমের তোলপাড়ের ফলে টনক নড়ে প্রশাসনের। গণমাধ্যমে তাদের নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হয়। কয়েক দফা জামিন নাকচ হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে ৩৮ দিন কারাভোগের পর ১৯ অক্টোবর তারা জামিনে বেরিয়ে আসেন।

মজার স্কুলের নায়করা জানান, মুক্তি পাওয়ার পর তারা প্রধানমন্ত্রীর কার্যালয়েও আমন্ত্রণ পেয়েছিলেন। দেখা করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদের সঙ্গে। এরপর গত সপ্তাহে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে এটুআই-এর প্রজেক্ট ডিরেক্টর কবির বিন আনোয়ারের সঙ্গে তারা একটি মতবিনিময় সভা করেন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার পুলিশ কমিশনারের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ