পুলিশ বাহিনীতে ৫০ হাজার জনবল বৃদ্ধির পরিকল্পনা নেয়া হয়েছে : প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউিজবডি ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার দশেরে আইন-শৃংখলা রক্ষাকারী পুলিশ বাহিনীকে আধুনকিায়ন করাসহ এ বাহিনীতে আরো ৫০ হাজার জনবল বৃদ্ধরি পরকিল্পনা গ্রহণ করছে।ে

প্রধানমন্ত্রী বুধবার সংসদে তাঁর জন্য নর্ধিারিত প্রশ্নোত্তর র্পবে সরকারি দলরে সদস্য গোলাম মোস্তফা বিশ্বাসের এক প্রশ্নরে জবাবে এ কথা বলনে।

শেখ হাসিনা বলেন, ওই পরিকল্পনার আওতায় পুলিশ বিভাগের সকল ইউনিটসহ জেলা পুলিশের আওতাধীন ইউনিটসমূহের জনবল বৃদ্ধির কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে ডিএমপি, সিএমপি, ডিএমপি, এসবি, সিআইডি, রেলওয়ে, হাইওয়য়ে, ৯টি আর্মড পুলিশ ব্যাটালয়িন, ৭টি রঞ্জে অফিস, ৮ম এপিবিএন এবং মাদারীপুর জেলা পুলিশের সাংগঠনিক কাঠামোতে জনবল বৃদ্ধি করা হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ