জয় দিয়ে টি-টোয়েন্টি শুরু বাংলাদেশের
আনোয়ার আজমী, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার পর জয় দিয়েই টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়ে দুই ম্যাচ সিরিজে এগিয়ে গেছে মাশরাফি বিন মুর্তজার দল।
যদিও বাংলাদেশের জয়টা সহজ ছিল না। ১৩২ রানের ছোট লক্ষ্যে খেলতে নেমে ৮০ রানেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। তবে দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে স্বাগতিকদের জয়ের বন্দরে পৌঁছে দেন মাহমুদউল্লাহ। ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক মাশরাফি।
শুক্রবার মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে ম্যালকম ওয়ালার ২০ বলে ফিফটি করলেও ১৯.২ ওভারে ১৩১ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৪ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন তামিম ইকবাল। তার ২৮ বলের ইনিংসে ছিল ৩টি চারের মার। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ। এ ছাড়া সাব্বির রহমান ১৮, নাসির হোসেন ১৬ ও লিটন দাস ১৭ রান করেন। আর অধিনায়ক মাশরাফি ১২ বলে ২টি চার ও একটি ছক্কায় ১৫ রানে অপরাজিত থাকেন।