এনবিআর তথ্য পেল ৯ কোটি নাগরিকের
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আরাফাত আরা জানান, ভোটারদের তথ্য পাওয়ার জন্য এনবিআর গত ২৫ জানুয়ারি ইসির সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করে। সে অনুযায়ী সোমবার থেকে এনবিআর ইসির তথ্যভাণ্ডার ব্যবহারের সুযোগ পাচ্ছে।
“এই সমঝোতা স্মারকের আওতায় জাতীয় পর্যায়ে তথ্য আদান প্রদানের দ্বার উন্মোচিত হলো।”
এই ব্যবস্থায় জাতীয় রাজস্ব বোর্ড এখন ইসির নির্ধারিত সার্ভার থেকে যে কোনো জাতীয় পরিচয়পত্রের বৈধতা যাচাই করতে পারবে। পরিচয়পত্রটি বৈধ হলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম বাবা/স্বামীর নাম, মায়ের নাম, জন্ম তারিখ, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা ও ছবির মতো তথ্যউপাত্ত তারা সংগ্রহ ও ব্যবহার করতে পারবে।
জাতীয় পরিচয় নিবন্ধন আইন অনুযায়ী সব ধরনের সেবা বা নাগরিক-সুবিধা পেতে এখনো জাতীয় পরিচয়পত্র দেখানো বা অনুলিপি জমা দেয়া বাধ্যতামূলক না হলেও এনবিআরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা পেতে জাতীয় পরিচয়পত্রের তথ্য ও এর নম্বর জমা দিতে হয়। আর নাগরিকদের করের আওতায় এনে করফাঁকি রোধে সরকারও বিভিন্ন উদ্যোগ নেয়া শুরু করেছে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ইতোমধ্যে আশা প্রকাশ করেছেন, আগামী অর্থবছরে আয়করই হবে সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, এর আগে বাংলাদেশ ব্যাংকও ইসির সঙ্গে এ ধরনের সমঝোতা চুক্তি করে। পর্যায়ক্রমে অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গেও এ ধরনের চু্ক্তি হওয়ার কথা রয়েছে।