শুরু হল ‘ডিজিটাল সিনেমা’ নির্মাণ প্রশিক্ষনঃ
সাইফুর রহমান, প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকাঃ জাতীয় গনমাধ্যম ইনিস্টিটিউট আয়োজিত বার সপ্তাহব্যাপী ‘ডিজিটাল সিনেমা’ নির্মাণ প্রশিক্ষন শুরু। ১২ নভেম্বর, রবিবার সকাল ১১টায় ইনিস্টিটিউট এর মহাপরিচালক জনাব এ কে এম শামীম চৌধুরী এ কোর্স এর উদ্বোধন করেন।
‘Introduction to digital Cinema Production’ শিরনামের এ পাঠ্য ধারায় ১৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এ পাঠ্য ধারায় ‘Digital Cinema’ নির্মাণ সাম্পর্কে হাতেকলমে শিক্ষা দেবেন বলে জানিয়েছেন।
রাজধানীর দারুস সালামস্থ ইনস্টিটিউটের সেমিনার কক্ষে উদ্বোধনী অনুশ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচিএ পরিচালক দেওয়ান নজরুল আরো ছিলেন মিডিয়া ব্যাক্তিত্ব কায়স চৌধুরী ও পরিচালক শেখ মুহাম্মদ রেফাত আলী। অনুশ্ঠানের সভাপতিত্ব করেন ইনিস্টিটিউটে’র মহাপরিচালক জনাব এ কে এম শামীম চৌধুরী।
রবিবার ইনস্টিটিউটের উপপরিচালক ও পাঠ্যধারার পরিচালক মোঃ নজরুল ইসলাম কতৃক সাক্ষরিত গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে জাতীয় গনমাধ্যম ইনস্টিটিউট ।