জামিনে মুক্তি পেল গয়েশ্বরঃ
গাজীপুর প্রতিনিধি,এবিসিনিউজবিডি, ঢাকাঃ কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সুপার মিজানুর রহমান, মঙ্গলবার( ১৭ নভেম্বর )বেলা আড়াইটায় কারাগার থেকে বের হন গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি এবিসিনিউজবিডি’কে বলেন, “সোয়া দুইটায় জামিনের কাগজপত্র পৌঁছানোর পর পরই উনাকে (গয়েশ্বর চন্দ্র রায়) ছেড়ে দেওয়া হয়।”
রোববার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ গয়েশ্বরের জামিন মঞ্জুর করে বাংলাদেশ সুপ্রিমকোর্ট এর হাইকোর্ট ডিভিশন ।
২০১৩ সালের ৩০ ডিসেম্বর রামপুরা থানায় দায়ের করা বিস্ফোরক আইনের এই মামলায় চলতি বছর ২০ মার্চ আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
এর পর ৪ নভেম্বর গয়েশ্বর বিচারিক আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।
এ আদেশের বিরুদ্ধে গয়েশ্বর বাংলাদেশ সুপ্রিমকোর্ট এর হাইকোর্টে ডিভিশনে আপিল করলে রোববার তাকে জামিন দেয় আদালত।