কর্মী পেটানো ছাত্রলীগ নেতা বহিষ্কার

RUরাজশাহী বিশ্ববিদ্যালয়, এবিসি নিউজ বিডিঃ বাকি খাওয়ায় এক কর্মীকে পিটিয়ে হাসপাতালে পাঠানোর জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বহিষ্কার হওয়া মুস্তাবেল আলম অনিন্দ্য বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অ্যাপায়ন বিষয়ক সম্পাদক ছিলেন।

তার পিটুনিতে আহত বেলাল হোসেন বিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আহমেদ আলী এবিসি নিউজ বিডিকে বলেন, “সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকা এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে সংগঠন থেকে অনিন্দ্যকে বহিষ্কার করা হয়েছে।”

যদিও অনিন্দ্যের দাবি, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় ছাত্রলীগের সুপারিশ ছাড়া কাউকে বহিষ্কার করা যায় না।এ ব্যাপারে জানতে চোইলে আহমেদ আলী বলেন, “কেন্দ্রের সিদ্ধান্তের ভিত্তিতেই আমরা অনিন্দ্যকে বহিষ্কার করেছি।”

সোমবার দুপুর সোয়া ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরের একটি দোকানে বেলাল বাকি খেলে তাকে টাকা পরিশোধ করেতে বলেন অনিন্দ্য। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে বেলালকে পিটিয়ে হাসপাতালে পাঠান তিনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ