এটা সংযোগ, সহযোগিতা ও প্রতিযোগিতার সময়ঃ তথ্যমন্ত্রী

মনির হোসেন, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,ঢাকাঃ  পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে যোগ্য হয়ে গড়ে উঠতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “প্রযুক্তির উন্নয়নের ফলে বিশ্ব ব্যবস্থার নেতৃত্ব এখন আর কোনো নির্দিষ্ট দেশের হাতে নেই। এখন বাংলাদেশসহ অন্যান্য দেশের উত্থানের সময়।

“এ পরিবর্তিত পরিস্থিতিতে নিজের অবস্থান ঠিক করতে হবে এবং নেতৃত্ব দেওয়ার মতো করে নিজেদের গড়ে তুলতে হবে।”

‘বিশ্ব তরুণ উদ্যোক্তা সম্মেলন-২০১৫’ উপলক্ষ্যে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশ।

তিনদিনের এই সম্মেলনের উদ্ধোধনীতে তরুণদের উদ্দেশ্যে জাসদ নেতা ইনু বলেন, “বিশ্ব এখন তথ্যপ্রযুক্তির বিপ্লবের পর্যায়ে আছে। আইসিটি সবকিছুকে পরিবর্তন করে দিচ্ছে। এটা সংযোগ, সহযোগিতা ও প্রতিযোগিতার সময়।

“আইসিটি পুরো বিশ্বব্যবস্থাকে সমান্তরালে নিয়ে আসছে। এর বিকাশের পথে তরুণরাই ভবিষ্যৎ।”

প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে এর অপব্যবহার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তথ্যমন্ত্রী।

“প্রযুক্তি আমাদের সামনে সবকিছু কাঁচঘরের মতো করে স্পষ্ট করে তুলে ধরছে। এই কাঁচঘরের মধ্যে থাকা শিশুদের রক্ষা, নারীর মর্যাদা, আর্থিক প্রতিষ্ঠানের সুরক্ষা, রাষ্ট্রের সাইবার নিরাপত্তা ও ব্যক্তিগত নিরাপত্তা সুরক্ষা নিয়ে আমাদের কাজ করতে হবে।”

“মনে রাখতে হবে, আমরা যদি ইন্টারনেটকে নিরাপদ করতে না পারি তাহলে সব ধরনের ‍উদ্যোগ ভেস্তে যাবে,” বলেন তিনি।

শুধু অন্যের সৃষ্টিশীল ধারণার ওপর নির্ভর করে না থেকে নিজস্ব সৃষ্টিশীল ধারণা ও চিন্তা নিয়ে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসার জন্য দেশের তরুণদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

ইনু বলেন, “একদিকে সন্ত্রাসবাদ আর অন্যদিকে সাইবার অপরাধীরা আমাদের শান্তি ও উন্নয়নের চাকাকে আটকে দিতে চাচ্ছে। এর বিরুদ্ধে রাষ্ট্র, জনগণ ও যুব সমাজকে সতর্ক থাকতে হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খান সভাপতিত্ব করেন।

এতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হোসাইন খালেদ, নেপালের তরুণ উদ্যোক্তা আশিষ ঠাকুর, ধ্রুবতারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অমিয় প্রাপন চক্রবর্তী (অর্ক) বক্তব্য দেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অমিয় প্রাপন চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনদিনের সম্মেলনে ‘তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবন’, ‘বিদ্যুৎ ও নবায়নযোগ্য শক্তি’, ’এনট্রেপ্রেনিওরশিপ’, ‘এসডিজি’র জন্য নেতৃত্ব’, ‘বিশ্ব নাগরিকত্ব’, ‘মানবাধিকার ও সুশাসন’, ‘জলবায়ু পরিবর্তন’ এবং ‘ব্লু ইকোনমি’ শীর্ষক আটটি প্লেনারি সেশন হওয়ার কথা রয়েছে।

এছাড়া ১৪টি দেশ থেকে আসা প্রায় ৫০ জন এবং সারাদেশের প্রায় ৩০০ জন তরুণ উদ্যোক্তা তাদের উদ্ভাবন উপস্থাপন করবেন বলে জানান এই আয়োজক।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ