শিক্ষার মান উন্নয়নে ১ হাজার ৪৮০ কোটি টাকা দেবে এডিবি
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা: বাংলাদেশের শিক্ষার মান উন্নয়নে প্রায় ১ হাজার ৪৮০ কোটি টাকা (১৮৫ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ সহায়তা দেবে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি)। সোমবার বিকেলে শেরে বাংলানগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এনইসি-২ সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির যুগ্ম সচিব সাইফুদ্দিন আহমদ এবং এডিবির পক্ষে বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর কাজু হিকো হিগুচি চুক্তিতে সাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাইফুদ্দিন আহমদ বলেন, এসইএসআইপি কর্মসূচি বাস্তবায়নের জন্য এডিবি তিন কিস্তিতে ৫০০ মিলিয়ন ডলার দেবে। ইতোমধ্যে প্রথম কিস্তির ৯০ মিলিয়ন ডলারের জন্য ২০১৩ সালে ঋণ চুক্তি হয়েছে এবং কর্মসূচির কার্যক্রম চলমান রয়েছে। আজ দ্বিতীয় কিস্তির ১৮৫ মিলিয়ন মার্কিন ডলারের জন্য চুক্তি স্বাক্ষর হলো। এই ঋণ পরিশোধের সময়সীমা ৫ বছর, গ্রেস পিরিয়ডসহ ২৫ বছর এবং সুদের হার ২ শতাংশ হবে বলে জানান তিনি।
সাইফুদ্দিন আহমদ বলেন, দেশের মাধ্যমিক শিক্ষার উন্নয়নের জন্য ১৭ দশমিক ৩০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ২০১৪-২০২৩ পর্যন্ত ১০ বছর মেয়াদী এসইএসআইপি কর্মসূচি হাতে নেয় শিক্ষা মন্ত্রাণালয়। এ কর্মসূচির মূল লক্ষ্য হলো- মাধ্যমিক স্তরে পাঠক্রম উন্নয়ন, শিক্ষণপদ্ধতি উন্নয়ন, ঝরে পড়া শিক্ষার্থী রোধ, শিক্ষা ব্যবস্থাপনা ও পরিচালনা কার্যক্রম উন্নয়ন।
এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি বলেন, তরুণ সমাজকে কারিগরী শিক্ষায় শিক্ষিত করতে পারলে বাংলাদেশের মধ্য আয়ের দেশে পরিণত হওয়া অনেক সহজ হবে।