২৪ ঘণ্টার মধ্যে ফেসবুক
প্রতিবেদক,এবিসিনিউজবিডি, ঢাকাঃ ২৪ ঘণ্টার মধ্যে ফেসবুক, টুইটার, ভাইবারসহ বন্ধ রাখা সব সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী কুমার দেবুল দে সরাসরি ও ফ্যাক্সযোগে মন্ত্রণালয়ের সচিব বরাবর নোটিশটি পাঠান।
নোটিশে বলা হয়, গত ১৮ নভেম্বর প্রশাসনিক আদেশ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করা হয়। কিন্তু সিদ্ধান্তটি তথ্য অধিকার আইন ২০০৯ এবং সংবিধানের ৩৯ ধারার পরিপন্থী।
আইনজীবী কুমার দেবুল দে বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করায় নাগরিক স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে। এটি সংবিধান পরিপন্থী। তাই আমি নোটিশ পাঠিয়েছি। নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এগুলো খুলে দিতে বলা হয়েছে। অন্যথায় আমি উচ্চ আদালতে যাব।
ওই আইনজীবী আরও জানান, নোটিশের একটি কপি সরাসরি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরীর হাতে দেওয়া হয়েছে। আরেকটি কপি ফ্যাক্স করা হয়েছে।
প্রসঙ্গত, নাশকতার আশঙ্কায় ১৮ নভেম্বর থেকে ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছে সরকার। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এসব যোগাযোগ মাধ্যম বন্ধ থাকবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হলেও বিভিন্ন বিকল্প পদ্ধতিতে প্রায় সবাই-ই এসব ব্যবহার করছে। এমনকি সরকারের ঊর্ধ্বতনদেরও এ কৌশল অবলম্বনের প্রমাণ পাওয়া গেছে।