বিদেশী দুই পররাষ্ট্রমন্ত্রীর পটুয়াখালীর সফর স্থগিত
নিউজ ডেস্ক, এবসিনিউজবিডি, ঢাকা: অবশেষে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লোহো ফ্যাবিউস এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী ড. ফ্রাঙ্কভালটার স্টাইনমায়ারের পটুয়াখালী সফর স্থগিত করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টার উড্ডয়নে সমস্যা দেখা দেওয়ায় এ সফর অচমকা বন্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওই সফরকারী দলের টিম লিডার চিফ হুইপ আ স ম ফিরোজ।
চিফ হুইপ মোবাইল ফোনে জানান, ঢাকার আকাশে বিরূপ আবহাওয়া বইছে। সঙ্গে অঝরে বৃষ্টি ঝরছে।
আ স ম ফিরোজ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর বরাত দিয়ে জানান, জার্মান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরা পটুয়াখালীর কর্মসূচি বাতিল করে সড়ক পথে সাভার যাচ্ছেন।
পটুয়াখালী জেলা প্রশাসক অমিতাভ সরকার জানান, বৈরী আবহাওয়ার কারণে জার্মান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সফর আপতত স্থগিত করা হয়েছে।
এক সংক্ষিপ্ত সফরে সোমবার সকালে পটুয়াখালীতে যাওয়ার কথা ছিল জার্মান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর। এ সফর সঙ্গী থাকার কথা ছিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীসহ একাধিক দেশী-বিদেশী সংশ্লিষ্ট কূটনীতিক ও আমলার।
পটুয়াখালী মন্ত্রীদ্বয়ের কোস্টাল লাভলিহুডস এ্যাডাপসন প্রোজেক্টের (ক্লাপ) আওতায় সদর উপজেলার হকতুল্লাহ গ্রামে নবনির্মিত হকতুল্লাহ সাইক্লোন শেল্টার উদ্বোধন করার কথা ছিল। এ ছাড়া বাংলাদেশ এগ্রিকালচারাল রিচার্জ ইনস্টিটিউটের (বাড়ি) প্রকল্প লেবুখালী রিজোনাল হটিকালচার রিচার্জ স্টেশন পরিদর্শনের কথা ছিল।
এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী (ইউরোপ) মো. শফিউল আলম স্বাক্ষরিত জরুরি এক সফর বার্তা থেকে জানা গেছে, জার্মান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী সোমবার সকাল ৮টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ৮টা ৪০ মিনিটে ঢাকা থেকে বিমান বাহিনীর ৩টি হেলিকপ্টারে রওয়ানা করে ৯টা ৪০ মিনিটের সময় পটুয়াখালী এয়ারপোর্টে অবতরণ করবেন। এরপর উল্লেখিত প্রকল্প পরিদর্শন শেষে ১১টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন। ১২টা ১০ মিনিটে ঢাকা মিলিটারী এয়ারপোর্টে নেমে সাড়ে ১২টায় হোটেল রেডিসান ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে বিশ্রাম নেবেন। পরে বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাদের সাক্ষাতের কথা রয়েছে।