এটা দেশের জন্য এক অপূরণীয় ক্ষতিঃ রাষ্ট্রপতি

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকাঃ ২ ডিসেম্বর, বুধবার রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের চাচা সৈয়দ ওয়াহিদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আজ এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রবাসে দেশের প্রথম অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছোট ভাই ওয়াহিদুল ইসলামের মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকে হারাল। সিঙ্গাপুর থেকে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন টেলিফোনে এ কথা জানান।
রাষ্ট্রপতি বর্তমানে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর রয়েছেন। রাষ্ট্রপতি বলেন, ‘এটা দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।’
রাষ্ট্রপতি তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুম বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের ছোটভাই, জন প্রশাসন মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের চাচা, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ ওয়াহিদুল ইসলাম গতরাতে কিশোরগঞ্জ জেলা শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)।
তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
তার বয়স হয়েছিল ৭৬ বছর।
মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৫ কন্যা, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বিশিষ্ট রাজনীতিক ওয়াহিদুল ইসলামের প্রথম নামাজে জানাজা আজ বাদ জোহর জেলা শহরে অনুষ্ঠিত হবে। পরে তার গ্রামের বাড়ি বীর দামপাড়ায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ