দায়িত্ব গ্রহনের ‘একশত দিবসে’ মেয়র

চট্টগ্রাম প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা: বন্দরনগরীর যানজটের জন্য নগর পুলিশের ট্রাফিক বিভাগকে দায়ী করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। এসময় তিনি ট্রাফিক পুলিশের সদস্যরা তাদের দায়িত্ব ঠিকমত পালন করেন না বলেও অভিযোগ করেন।
সোমবার সিটি করপোরেশনের আব্দুস সাত্তার মিলনায়তনে মেয়র আ জ ম নাছির উদ্দিনের দায়িত্ব গ্রহণ পরবর্তী ‘একশত দিবসে’ সম্পাদিত উন্নয়ন ও সেবা কার্যক্রম অবহিতকরণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র এ অভিযোগ করেন।
মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘চট্টগ্রামের যানজট নিরসনে ট্রাফিক বিভাগের ব্যর্থতা আছে। বিশেষ করে কিছু সড়ক বা স্পট আছে যেখানে যানজট হওয়ার কথা নয়। প্রতিটি মোড়ে পাঁচ-ছয় জন করে ট্রাফিক পুলিশ, অথচ তারা কেউ দায়িত্ব পালন করেন না। এ বিষয়ে আমরা তাদের সাথে বসব। এছাড়া দীর্ঘদিন ধরে একটি নিয়মের ভেতর চলার কারণে, জনগন তা থেকে বের হয়ে আসতে পারছেনা। ওই নিয়মের ভেতর থেকে বের করে আনার জন্য আমাদের কাজ করতে হবে।’
তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক ও প্রশাসন) এ কে এম শহীদুর রহমান বলেন, ‘বিষয়টি আমি শুনিনি। তাই আমি কোনো মন্তব্যও করব না।’
নগর জুড়ে সিডিএ’র বাস্তবায়নাধীন ফ্লাইওভার কার্যক্রম নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘চট্টগ্রাম শহরে যা কিছুই হোক, তা চট্টগ্রাম সিটি করপোরেশনের সাথে কথা বলেই করতে হবে। এ নিয়ে বেশ কয়েকবার সিডিএ’র চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। তবে আমি দায়িত্ব নেওয়ার আগে যে সব বিষয় শুরু হয়ে গেছে, তা নিয়ে আমার তেমন কিছু করার নেই।’
মেয়র আরো বলেন, ‘আমি প্রথম থেকেই বলছি সকল সমস্যার সমাধানে প্রয়োজণ সমন্বয়। এ লক্ষে নগরের সব গুরুত্বপুর্ন বিভাগের সাথে দায়িত্ব নেওয়ার পরেই একবার বসেছি। সামনে আবারো বসব। প্রতি তিনমাস অন্তর অন্তর এই ধরনের প্রেস ব্রিফিং ও সভা হবে। আপনাদেরও (সাংবাদিকদের) বিভিন্ন কমিটির সদস্য হিসেবে রেখেছি। আমি নিজে একা কিছু করতে চাইনা। চাই সবাইকে নিয়ে পরিকল্পিত নগর।’
নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তার অবস্থান অবহিত করে মেয়র বলেন, ‘আমি কাউকে চিনলেও এখন আর চিনি না। র্যাব, পুলিশ ও ডিজিএফআইয়ের সাথে বৈঠকে আমি তা স্পষ্ট করে বলে দিয়েছি। অনেকে আমার সহযোগী ছিলেন, কিন্তু এই চেয়ারে বসার পর আমি অন্য মানুষ।’
সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরি সময়কালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মালিনাকাধীন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ইউজিসি’র কোনো নিদের্শনা না মেনে পরিচালিত হতো বলে উল্লেখ করে মেয়র আ জ ম নাছির বলেন,‘ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রতিষ্ঠান, কিন্তু এতদিন এটি ব্যক্তির হাতে পরিচালিত হতো। ইউজিসি’র নিদের্শনা মেনে পরিচালিত হতোনা। আমি মেয়র হওয়ার পর ইউজিসি’র সাথে বসে বিষয়টি ঠিক করেছি।’
এসময় তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নামে ওয়াসা এলাকায ৬৪ কাঠা জমি কেনার ক্ষেত্রে অনিয়ম হয়েছে বলেও অভিযোগ করেন।
ফুটপাত দখল মুক্ত করা প্রসঙ্গে তিনি বলেন, ‘রাস্তা গাড়ির জন্য। ওখানে কোন ভাবেই দোকান বসা চলবেনা। তবে ওসব সরানো আগে অন্য কোনো ব্যাবস্থা করতে হবে। নয়তো হকাররা বেকার হয়ে যাবে। সামাজিক অস্থিরতা ও অরাজকতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এজন্য অফিস আওয়ারের পর বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ফুটপাতে বসতে দেওয়া হবে। অফিস সময়ে ফুটপাত হকারমুক্ত করতে হকার্স সমিতি ও ইউনিয়নগুলোর নেতাদের সঙ্গে ৩ ডিসেম্বর সভা করব।’
এছাড়াও প্রেস ব্রিফিংয়ে তিনি দায়িত্ব গ্রহণ পরবর্তি ‘একশত দিবসে’ সম্পাদিত ১৮ টি খাতের উন্নয়ন ও সেবা কার্যক্রমের বিভিন্ন দিক লিখিত বক্তব্য আকারে তুলে ধরেন। এসময় পাশে ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহি কর্মকর্তা কাজী শফিউল আলমসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ