বিজিবি সদস্যদের জন্য সীমান্তে ব্যাংক চালু করা হবে : মহাপরিচালক
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা : বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের জন্য শিগগিরই সীমান্ত ব্যাংক চালু করা হবে ।
ডিজি বলেন, বিজিবি সদস্যদের কল্যাণ ও সহযোগিতায় সীমান্ত ব্যাংক চালুর চেষ্টা চলছে। ৬ ডিসেম্বর রোববার দুপুরে বিজিবি সদর দফতরে আয়ািজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়টি জানান।
ডিজি বলেন, সেনা কল্যাণে গঠন করা হয়েছে সেনা কল্যাণ ট্রাস্ট। তেমনি বিজিবি সদস্যদের সহযোগিতায় বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্ট গঠন করা হয়েছে ও সীমান্ত ব্যাংক স্থাপনের চেষ্টা চলছে।
বিজিবি সদস্যরাও যেনো চাকরি থেকে অবসরের পর সেনা সদস্যদের মতো সুযোগ-সুবিধা পান সেজন্য ব্যাংক ও ট্রাস্ট কাজ করবে।
তিনি আরও বলেন, স্বাধীনতা যুদ্ধে ১২ হাজারের বেশি ইপিআর (বিজিবি’র তৎকালীন নাম) সদস্য অংশ নেন। তাদের মধ্যে ৮শ ১৭ জন শহীদ হন। শহীদ হওয়া ও খেতাবপ্রাপ্ত সদস্যদের পরিবারকে সহযোগিতার জন্য কাজ করবে এই ব্যাংক।
ইতোমধ্যে বিজিবি’র তহবিল ও ট্রাস্ট থেকে সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গত তিন বছরে ৪৮ জন খেতাবপ্রাপ্ত ইপিআর সদস্যের বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।