রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা:

  

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা: মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি সোমবার, ১৪ ডিসেম্বর সকাল ৮টা ১ মিনিটে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে বেদীতে ওঠেন। এরপর প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রধান হিসেবে শীর্ষ নেতাদের নিয়ে সকাল ৮টা ৫ মিনিটে আবারও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া শহীদে বেদীতে শ্রদ্ধা জানান। তাদের পর ১৪ দলীয় জোটের শীর্ষ নেতারা একে একে শ্রদ্ধা জানানোর পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়।

সোমবার ভোর থেকেই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে নামে লাখো মানুষের ঢল। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শোকের প্রতীক অনেকেই কালো পোশাক পরে আসেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ