জেনে-শুনে কেন আমরা এই নির্বাচনে গেলাম: মওদুদ

 সাইফুর রহমান, এবিসিনিউজবিডি, ঢাকাঃ সোমবার, ১৪ ডিসেম্বর এক আলোচনা সভায় বিএনপি নেতা মওদুদ আহমদ বলেন, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের আসন্ন পৌর নির্বাচনকে সরকারের জন্য আরেক ‘অগ্নিপরীক্ষা’ ।

 

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এই আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির অন্যতম  এই সদস্য বলেন, “আজকে অনেকে প্রশ্ন করেন, জেনে-শুনে কেন আমরা এই নির্বাচনে গেলাম। আমরা দেখতে চাই, এই সরকারের অগ্নিপরীক্ষা হবে আবার। একটা পরীক্ষায় ঢাকা-চট্টগ্রাম সিটি নির্বাচনে তারা ফেল করেছে। এই পরীক্ষায় তারা পাস করে কিনা- আমরা দেখব।”

 

এপ্রিল মাসে অনুষ্ঠিত ওই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা জয়ী হন। নির্বাচনে বিভিন্ন অনিয়মের খবর গণমাধ্যমে আসে। ভোটের শেষ দিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিএনপি সমর্থিত প্রার্থীরা।

 

মওদুদ বলেন, “তারা পাস করা মানে হলো আমাদের বিজয় হওয়া। কিন্তু দেশ বেঁচে যাবে। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে এবং গণতান্ত্রিক পরিবেশ আসবে। গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসলে আজকে জঙ্গিবাদের যে আতঙ্ক তা ক্রমেই স্তিমিত হয়ে যাবে।”

 

“আমরা আপ্রাণ চেষ্টা করব- শেষ পর্যন্ত নির্বাচনের লড়াইয়ে মাঠে থাকার জন্য। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে ধানের শীষের প্রার্থীরা প্রত্যেকটি পৌরসভায় বিপুল ভোটে জয়লাভ করবে।”

 

দেশের বর্তমান পরিস্থিতিকে ‘সঙ্কটজনক’ হিসেবে অভিহিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, “আজ প্রত্যেকের জীবন নিরাপত্তাহীনতার সম্মুখীন।

“কেউ জানে না যে আগামীকাল কী হবে। তাই জঙ্গিবাদ ও উগ্রবাদের ছোবল থেকে আমরা যদি নিষ্কৃতি পেতে চাই, সরকারের উচিৎ হবে অবিলম্বে জাতীয় ঐক্য সৃষ্টি করা।”

পুলিশ ও র‍্যাব  দিয়ে জঙ্গিবাদ দমন করা অসম্ভব মন্তব্য করে তিনি বলেন, গণতন্ত্র ফিরলেই জঙ্গিবাদকে নিস্তেজ করা সম্ভব হবে।

বিদেশি, ব্লগার-প্রকাশক, ইমাম ও পুলিশ হত্যার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মওদুদ বলেন, ওইসব হত্যায় জড়িতদেরকে কেন সরকার গ্রেপ্তার করতে পারেনি, সাজা দিতে পারেনি- সেটাই তাদের প্রশ্ন।

 

দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের সভাপতিত্বে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, অধ্যাপক মাহবুবউল্লাহ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বক্তব্য রাখেন।

অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ