বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ এর সাথে প্রধানমন্ত্রী’র সাক্ষাৎ

বাংলাদেশের ৬ দশমিক ৫ জিডিপি প্রবৃদ্ধি অর্জনকে ‘বিরল ঘটনা’ অভিহিত করে অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেছেন বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু।

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করে তিনি এই বক্তব্য তুলে ধরেন বলে তার প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান।

 

পরে প্রেস সচিব সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আন্তর্জাতিক ঋণদাতা এই সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।

 

“বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে শেখ হাসিনা বলেন, অর্থনীতিতে সাফল্যের পেছনে তার দলের কিছু নীতি রয়েছে।”

 

এসময় বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেওয়াসহ উন্নয়নের জন্য তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

প্রেস সচিব বলেন, গ্রামীণ মানুষের অর্থনৈতিক উন্নয়নকে প্রাধান্য দিতে পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠায় সরকারের উদ্যোগের কথাও তিনি উল্লেখ করেন।

 

খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প ও কৃষি গবেষণায় জোর দিয়ে শেখ হাসিনা বলেন, আগামীতে বাংলাদেশের খাদ্য শস্যের উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

 

দেশের মানুষের খাদ্যের চাহিদা পূরণে করতে এখন আর আমদানি করতে হয় না বলেও বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদকে জানান প্রধানমন্ত্রী।

 

সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী ও মসিউর রহমান, মুখ্য সচিব আবুল কালাম আজাদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান উপস্থিত ছিলেন।

 

এর আগে ভারতের ত্রিপুরা রাজ্যের গভর্নর তথাগত রায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

শনিবার পদ্মা সেতুর মূল কাজ শুরু হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি।

প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে তথাগত রায় বলেন, ত্রিপুরা অনেকাংশে বাংলাদেশের ওপর নির্ভরশীল।

গত বৃহস্পতিবার কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধের সময় শহীদ ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের স্মরণে নির্মিত ‘স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেন ত্রিপুরার গভর্নর।

পানিবণ্টন সমস্যার সমাধানের আশাপ্রকাশ করে তথাগত রায় বলেন, দুদেশের মধ্য প্রবাহিত অভিন্ন নদীর পানিতে বাংলাদেশের অধিকার ভারত কখনও অস্বীকার করেনি।

এসয় মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ