গাজীপুরে জনগনের দেওয়া রায় সরকার মেনে নেবে
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জনগনের দেওয়া রায় সরকার মেনে নেবে। বিগত আটটি সিটি কর্পোরেশন নির্বাচনের ধারাবাহিকতায় এই নির্বাচনও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেছেন।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত যাত্রী সেবার মান উন্নয়নে মালিক-শ্রমিকদের ভূমিকা র্শীষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এ সময় উপস্থিত ছিলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, দেশ ও জাতি বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। তিনি দায়িত্বশীল ব্যক্তিদের কোনোরূপ বেফাঁস মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, একটি দায়িত্বহীন মন্তব্য দেশ ও গণতন্ত্রের অনেক ক্ষতি করতে পারে। মন্ত্রী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের আগেই কারচুপি কিংবা প্রশাসনিক হস্তক্ষেপের অভিযোগ প্রসঙ্গে বলেন, এ ধরণের অভিযোগ অমূলক।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সরকার কোনোরূপ হস্তক্ষেপ করবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সকলের অংশগ্রহণের মধ্যদিয়ে একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আমরা বদ্ধ পরিকর। ইতোমধ্যে নির্বাচন কমিশন সফল ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে তাদের সক্ষমতা প্রমাণ করেছে।
এ সময় মন্ত্রী জানান, কয়েক মাসের মধ্যে ঢাকা শহরে যাত্রী পরিবহনে কয়েক হাজার ট্যাক্সি ক্যাবসহ মিনিবাস সার্ভিস চালু হবে। এতে গণ-পরিবহনের সক্ষমতা বাড়বে এবং যাত্রীসেবার সুযোগ সম্প্রসারিত হবে।