দক্ষ সংবাদ উপস্থাপনা
সাইফুর রহমান, প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকাঃ দক্ষ সংবাদ উপস্থাপক হিসাবে গড়ে তোলার লক্ষে রবিবার, ২৭ ডিসেম্বর জাতীয় গনমাধ্যম ইনিস্টিটিউটে হাতেকলমে ‘সংবাদ উপস্থানা’ বিষয়ক চার(৪) সপ্তাহব্যাপী একটি পাঠ্য ধারা শুরু করেন ।
সকাল ১১:০০ টায় রাজধানীর দারুস সালামস্থ ইনস্টিটিউটের সেমিনার কক্ষে এ উদ্বোধন অনুস্ঠিত হয়।
পাঠ্যধারায় প্রশিক্ষনার্থী হিসেবে অংশগ্রহণ করেন তথ্য আধিদপ্তর থেকে এক(১) জন, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবলয় থেকে এক(১)জন, বাংলাদেশ বেতার থেকে ছয়(৬) জন, ব্যাংলাদেশ টেলিভিশন থেকে চার (৪) জন এবং সাতাশ(২৭) জন ফ্রিল্যাণ্সারসহ মোট চল্লিশ(৪০) জণ প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন ।
উদ্বোধনী অনুস্ঠানের উদ্বোধন ও সভাপতিত্ব করেন, ইনস্টিটিউটের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক শচীন্দ্র নাথ হালদারসহ ইনস্টিটিউটের অন্যান্য কর্মকর্তা।
ইনস্টিটিউটের গনসংযোগ কর্মকর্তা আব্দুল হান্নান কতৃক সাক্ষরিত গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে জাতীয় গনমাধ্যম ইনস্টিটিউট ।