সুষ্ঠু নির্বাচন এর ফলাফল মেনে নেবঃ বিএনপি
সিনিয়র প্রতিবেদক, এবসিনউজবিডি, ঢাকাঃ পৌরসভা নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল মেনে নেবে বিএনপি। দলটির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানিয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে বের হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলে প্রতিনিধি দলের প্রধান ড. আবদুল মঈন খান উল্লেখ করেন জনগণের আস্থা ফেরাতে তারা সুষ্ঠুভাবে পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন। নির্বাচনের ফলাফল যেন পাল্টে ফেলা না হয় সে ব্যাপারেও তারা নির্বাচন কমিশনকে সতর্ক করেছেন।
বৈঠকের বিষয়বস্তু নিয়ে মঈন খান সাংবাদিকদের জানান, ‘নির্বাচনের পরিবেশ সহনশীল অবস্থায় নেই। তবে সুষ্ঠু নির্বাচন হলে যে ফলাফল হয় আমরা তা মেনে নেব।’
প্রতিনিধি দলে আরও ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) সুজাউদ্দিন ও আবদুল হালিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জান রিপন এবং যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।