২০১৪ সালের চেয়ে ২০১৫ সালে বিচার বহির্ভূত হত্যা ৫৫ জন : আইন ও সালিশ কেন্দ্র

 

 

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকাঃ ২০১৫ সালে বাংলাদেশে ১৮৩ জন ব্যক্তি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র এ তথ্য জানিয়েছে। এ নিয়ে আজ শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে সংস্থাটি। সংস্থার কর্মকর্তা নুর খান লিটন জানান, ২০১৫ সালে আগের বছরের চেয়ে ৫৫ জন মানুষ বেশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে মারা গেছে। তিনি জানান, গত বছর গুম হয়েছে ৫৫ জন এবং গণপিটুনিতে মারা গেছে ১৩৫ জন। আর সারা দেশে রাজনৈতিক সহিংসতায় মারা গেছে ১৫১ জন। ২০১৪ সালে এ সংখ্যা ছিল ১৪৭ জন।   আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদনে গত বছর সীমান্তে হত্যা এবং নারী নির্যাতনের ওপর প্রতিবেদনও প্রকাশ করে।

 

 

সূত্র : বিবিসি বাংলা

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ