২২টি দেশর অংশগ্রহণে ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু  

 

নোমান রিয়ান, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকাঃ  ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) দেশের সবচেয়ে বড় এ বাণিজ্য মেলার আয়োজন করতে যাচ্ছে। এবারের মেলায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, জার্মানি, নেপাল, হংকং, জাপান, আরব আমিরাত, মরিশাস, ঘানা, মরক্কো ও ভুটানসহ ২২টি দেশ অংশ নিচ্ছে। বিভিন্য প্রতিষ্ঠানের পণ্য ও সেবাসামগ্রীর প্রদর্শনের জন্য সাড়ে পাঁচ শতাধিক স্টল ও প্যাভিলিয়ন রাখা হচ্ছে।

গত বছরের মতো এবারও মেলার গেট বানানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের মতো। মেলায় এবারও থাকছে মা ও শিশু কেন্দ্র, শিশুপার্ক, ই-পার্ক, ই-শপ, এটিএম বুথ, রেডিমেট গার্মেন্টস, হোমটেক্স, ফেব্রিক্স পণ্য, হস্তশিল্পজাত, পাট ও পাটজাত, গৃহস্থালি ও উপহার সামগ্রী, চামড়া ও চামড়াজাত পণ্য, ক্রোকারেজ, তৈজসপত্র, সিরামিক, প্লাস্টিক, পলিমার পণ্য, কসমেটিকস হার্বাল ও প্রসাধন সামগ্রী, খাদ্য ও খাদ্যজাত পণ্য, ইলেকট্রিক ও ইলেক্টনিক্স সামগ্রী, ইমিটেশন ও জুয়েলারি, নির্মাণ সামগ্রী ও ফার্নিচার স্টল।

গতকাল বৃহস্পতিবার মেলা প্রাঙ্গণের মিডিয়া সেন্টারে মেলা আয়োজনের উদ্যোগ ও সার্বিক বিষয়ে অবহিত করতে আয়োজক প্রতিষ্ঠান ইপিবি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ। অন্যদের মধ্যে টাঙ্গাইলের সংসদ সদস্য সানোয়ার হোসেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শওকত আলী ওয়ারেছী, ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু ও মেলার আয়োজন কমিটির সদস্য সচিব রেজাউল করিম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “বিদেশিদের অংশগ্রহণ বাড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবার নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে।  মেলার বিভিন্ন পয়েন্টে ১০০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। অন্যান্য বারের মতো মেলায় থাকছে পুলিশ, র‍্যাব, আনসারের পাশাপাশি বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করবে|।এবারই প্রথম ভারতের সরকারি বাণিজ্য উন্নয়ন সংস্থা এ মেলায় অংশ গ্রহণ করছে।” তিনি বলেন, “অতীতের চেয়ে এবারের মেলা আকর্ষণীয় হবে।  এ মেলায় প্রতিদিন লক্ষাধিক দর্শনার্থী আসবে বলে আশা করেন তিনি।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় যাতায়াত করতে পারবে। এ বছর প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য (টিকিট মূল্য) ৩০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা নির্ধারণ করা

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ