এবার গৃহকর্মীছারাও পেশাজীবীদের নিবে সৌদিসরকার

 

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকাঃ  সৌদি সরকারের অনুরোধে সেদেশে আরও বেশি পরিমাণে গৃহকর্মী পাঠাবে বাংলাদেশ। পাশাপাশি দেশটির বিশ্ববিদ্যালয়ের জন্য আরও বেশি পরিমাণে নারী ও পুরুষ শিক্ষাবিদ এবং ডাক্তার, প্রৌকশলী ও নার্সের মতো পেশাজীবী নেওয়ারও আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

সফররত বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলামের সঙ্গে সৌদি আরবের শ্রমমন্ত্রী মুফাররেজ বিন সাদ আল-হাকবানির দ্বিপক্ষীয় বৈঠকের বরাত দিয়ে আরব নিউজ খবরটি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার সৌদি শ্রম মন্ত্রণালয়ের সদর দপ্তরে অনুষ্ঠিত ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। বৈঠক শেষে তিনি আরব নিউজকে জানান, সফল এই বৈঠকে দ্বিপক্ষীয় শ্রমিক ইস্যুগুলোতে সহযোগিতার নতুন দরজা উন্মোচিত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশ সরকারের ভূমিকার প্রসঙ্গ উল্লেখ করে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বাংলাদেশ থেকে দক্ষ-অদক্ষ শ্রমিক ও ডাক্তার-প্রৌকশলী-নার্স নেওয়ার আগ্রহ প্রকাশ করায় সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সৌদি মন্ত্রীকে তিনি জানান, বিদেশে জনবল পাঠানোর আগে বাংলাদেশ এখন তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করছে। সৌদি আরবে গৃহকর্মী পাঠানোর আগে তাদের ভাষা-সংস্কৃতি ও বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে প্রতিমাসে প্রায় ৪ হাজার গৃহকর্মী সৌদি আরবে যায়। বর্তমানে সেখানে কর্মরত গৃহকর্মীর সংখ্যা প্রায় ২০ হাজার। আরও ৩৬ হাজারেরও বেশি গৃহকর্মী ঢাকা থেকে সেদেশে যাওয়ার জন্য প্রস্তুত আছেন বলে জানান মসিহ।

দ্বিপক্ষীয় বৈঠকে অভিবাসন খরচ কমানো, শ্রমিকদের প্রশিক্ষণ, এবং বাংলাদেশ থেকে আরও বেশি পুরুষ কর্মী নেওয়ার ব্যাপারে দুদেশের মধ্যে সমঝোতা হয়।

দ্বিপক্ষীয় বৈঠকে সৌদি আরবের শ্রমমন্ত্রী মানব সম্পদ উন্নয়নে দুই দেশের একসঙ্গে কাজ করার এবং পারস্পরিক স্বার্থের বিবেচনায় জনবল নিয়োগের আগ্রহের কথা জানান। ফেব্রুয়ারি মাসে মানব সম্পদ বিষয়ে স্বাক্ষরিত চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলামের সফরের মধ্য দিয়ে কর্মসংস্থান খাতে দু’দেশের সম্পর্ক আরও জোরালো হবে।

সৌদি শ্রমমন্ত্রী বাংলাদেশের সাথে সেদেশের সুস্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক দীর্ঘদিনের। আগামীদিনেও এ সুসম্পর্ক বজায় থাকবে। মানবসম্পদ উন্নয়নে দুই দেশ এক সাথে কাজ করবে।’ সে সময় বাংলাদেশি কর্মীদের কাজের প্রশংসাও করেন তিনি।

শ্রমবাজার সম্প্রসারণের লক্ষ্যে প্রবাসী কল্যাণমন্ত্রী পাঁচ দিনের এক সরকারি সফরে সৌদি আরব অবস্থান করছেন। সফরকালে তিনি পাঁচ সদস্যের একটি প্রতিনিধিত্ব দলের নেতৃত্ব দিচ্ছেন। বুধবার রাতে তিনি সৌদি আরব যান। সোমবার (৪ জানুয়ারি) মন্ত্রীসহ ওই পাঁচ সদস্যের দেশে ফেরার কথা আছে।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ