বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে: খালেদা জিয়া
সাইফুর রহমান, প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকাঃ শুক্রবার, ০১ জানুয়ারি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেন, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় সব গণতান্ত্রিক শক্তির মিলিত সংগ্রামে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।
বারবার নির্বাচিত সাবেক এই প্রধানমন্ত্রী ইংরেজি নববর্ষ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আরো উল্যেখ করেন গণবিরোধী শক্তি জনগণের অধিকার হরণ করেছে ।
বেগম জিয়া বলেন, ইংরেজি নববর্ষ উপলক্ষে আমি দেশবাসী এবং বিশ্ববাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কামনা করি সবার অব্যাহত সুখ, স্বাচ্ছন্দ, শান্তি ও সমৃদ্ধির। শুভ নববর্ষ।
বিএনপি চেয়ারপারর্সন বলেন, ১ জানুয়ারি প্রতিবছর নতুন বার্তা নিয়ে আমাদের দ্বারে উপস্থিত হয়। পুরনো বছরের ব্যর্থতা, তিক্ততা, গ্লানি ও হতাশাকে ঝেড়ে ফেলে নবউদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় নববর্ষ। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুন্দর ভবিষ্যত বিনির্মাণে তৎপর হতে হবে বছরের প্রথম দিন থেকেই।
বেগম জিয়া আরো বলেন, বিদায়ী বছরটি এখন আমাদের মনে স্মৃতি হয়ে থাকবে। গত বৎসরের বেশকিছু তিক্ত অভিজ্ঞতা, স্বজন হারানোর বেদনা এবং অধিকার হারানোর যন্ত্রণা আগামী বৎসরে আমাদের একদিকে যেমন বেদনার্ত করবে, অন্যদিকে নুতন উদ্যমে এগিয়ে যেতে তাগিদ সৃষ্টি করবে।