শীঘ্রই মধ্য আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশঃ রাষ্ট্রপতি

প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকাঃ শুক্রবার,০১ জানুয়ারি দুপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘বাংলাদেশ এখন একটি নিম্ন মধ্য আয়ের দেশ যা শীঘ্রই মধ্য আয়ের দেশে পরিণত হবে।’ এ সমায়ে তিনি বলেন ‘আজকের নবীনরাই আগামীদিনের সমাজ তথা দেশের উন্নতি ও মানবজাতির কল্যাণের জন্য এগিয়ে আসবে। এ লক্ষ্যে সরকারের দায়িত্ব হচ্ছে নবীন প্রজন্মের জন্য একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা।

ঝিনাইদহ ক্যাডেট কলেজ প্রাঙ্গণে ঝিনাইদহ এক্স ক্যাডেটস (জেক্সকা) অ্যাসোসিয়েশনের (জেক্সকা) ১২তম পুনর্মিলনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। জেক্সকা’র সভাপতি এসকে মারুফ হাসানএ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে বলেন, আমাদের প্রয়োজন এমন একটি নতুন প্রজন্ম যারা মেধা ও মননে দেশকে উন্নতি ও অগ্রগতির শীর্ষে নিয়ে যাবে। তাই জাতি গভীর আগ্রহে তাকিয়ে আছে নবীন ও তরুণ প্রজন্মের দিকে।

পুনর্মিলনী অনুষ্ঠানে ঝিনাইদহ এক্স ক্যাডেটস অ্যাসোসিয়েশনের (জেক্সকা) সাধারণ সম্পাদক সা ম মাহবুব আলীম, সহ-সভাপতি রেজাউর রহমান, ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল মো: সাদিকুল বারী স্বাগত বক্তব্য রাখেন।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ