২০৫০ সালে পশ্চিমা দেশগুলোকেও ছাড়াবে বাংলাদেশঃ প্রধানমন্ত্রী
মনির হোসেন, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকাঃ ২০২১ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি আয় ৬০ বিলিয়ন ডলার হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, উন্নয়নে ২০৫০ সালে পশ্চিমা দেশগুলোকেও ছাড়িয়ে যাবে বাংলাদেশ।
শুক্রবার (১ জানুয়ারি) বিকালে শুরু হয়েছে ২১ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সব কথা বলেন।
তিনি বলেন, আমরা লক্ষ্য সুনির্দিষ্ট করে দিয়েছি। উন্নত দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান অনেক ভাল। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। শেখ হাসিনা বলেন, বর্তমানে মানুষ অর্থনৈতিক সুবিধা ভোগ করছে। আমাদের রিজার্ভ ২৭ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশের প্রশংসা করতে সবাই বাধ্য হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী নতুন নতুন পণ্য উৎপাদনসহ এর বাজার খুঁজে বের করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব। ব্যবসায়ীরা যেন সুষ্ঠুভাবে তাদের ব্যবসা পরিচালনা করতে পারেন, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, উন্নয়ন কর্মকাণ্ডের ৯০ ভাগ আমরা নিজেদের অর্থায়নে করি। এখন আর আমাদের ভিক্ষা করতে হয় না।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে এখন অনেক কৃষি পণ্যই বিদেশে রফতানি হয়। আমাদের এখন আরও পণ্য বিদেশে রফতানির দিকে জোর দিতে হবে। তবে, এ জন্য এখনও আমাদের অনেক কিছু করা প্রয়োজন। এসব দিকে সরকার নজর দিচ্ছে। আমাদের নতুন করে ভাবতে হবে, আমরা কী কী রফতানিযোগ্য পণ্য উৎপাদন করতে পারি।
প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র দূরীকরণে বাংলাদেশ ভাল অবস্থানে রয়েছে। আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাক। সে দিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করছি।
বিগত সময়ের কথা উল্লেখ করে শেখ হাসিনা আরও বলেন, আমরা ব্যবসা করতে আসিনি। আমরা দেশের উন্নয়নে কাজ করতে এসেছি। গত সাত বছরে আমরা বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে গেছি। বিশ্ব অর্থনৈতিক মন্দা উপেক্ষা করেও প্রবৃদ্ধি যেমন বেড়েছে, তেমনি ভালো হয়েছে আর্থ-সামাজিক অবস্থাও। আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেছি। বেড়েছে মানুষের মাথা পিছু আয়ও, হ্রাস পেয়েছে দারিদ্রসীমা। একসময় বাংলাদেশকে ঝড়-বন্যা-জলচ্ছ্বাসের দেশ বলা হতো। এখন বাংলাদেশ দ্রুত এগিয়ে যাওয়া উন্নয়নশীল দেশগুলোর তালিকায় অন্যতম। এখন বাংলাদেশকে আর কেউ সেই নামে ডাকতে পারে না।