আওয়ামী লীগ জাহিলি-বাতিনি বাহিনীঃ খালেদা জিয়া

সাইফফুর রহমান, প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ এখন আর শুধু স্বৈরাচারী দল নয়। তারা জাহিলি-বাতিনি বাহিনী। রক্তের প্রতি তাদের নেশা হয়ে গেছে। তারা রক্তপিপাসু। রক্ত দেখলে তারা খুশি হয় বলে মন্তব্য করেন ।

শুক্রবার ০১ জানুয়ারি বিকালে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় রাজধানীর  ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে  সভায় এসব কথা বলেন ।

ছাত্রদলের সাবেক নেতাদের স্মৃতিচারণ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, ইলিয়াস আলীকে কিভাবে গুম করা হয়েছে, সেটা দেশের মানুষ দেখেছে। ইলিয়াস আলী ছিল রাজপথের একজন পরীক্ষিত নেতা। ছাত্ররাজনীতিতে তার অবদান অনস্বীকার্য। ছাত্রদলের সাবেক নেতা নাসির উদ্দিন পিন্টুর কোনো দোষ ছিল না। তাকে জেলে রাখা হল। তাকে সাজা দেয়া হল। জেলে অসুস্থ অবস্থায় চিকিৎসা না পেয়ে মারা গেল ছেলেটি। ছাত্রদলে তার অবদান কোনো অংশে কম ছিল না। কিন্তু রক্তপিপাসু সরকার তাকে বাঁচতে দিল না।

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, প্রতিনিয়ত বিদ্যুতের দাম বাড়াচ্ছে সরকার। অথচ গুলশান, বনানীর মত জায়গায় বিদ্যুৎ থাকে না। এভাবে দেশ চলতে পারে না।

আইনশৃঙ্খলবাহিনীর উদ্দেশ্যে বেগম জিয়া  বলেন, “কোনো সরকারই স্থায়ীভাবে ক্ষমতায় থাকার কোনো সুযোগ নেই। এ সরকারও ক্ষমতায় চিরদিন থাকতে পারবে না। কিন্তু, আইনশৃঙ্খলবাহিনীর লোকদেরকে থাকতে হবে। খুব শিগগিরই দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এ সরকারের বিদায় হবে। তাই, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে নিরপেক্ষ থাকতে হবে। কারণ, সরকারের পরিবর্তন হলেও আপনাদের থাকতে হবে। দেশে খুন-গুম হলে শেখ হাসিনা সেদিন বেশি ভাত খান এটা আমাদের কথা নয়। তারই এক সহকারী একটি বইয়ে তা লিখেছেন।”

ছাত্রদল নেতাদের প্রতি বিভিন্ন উপদেশ দিয়ে বেগম জিয়া বলেন, আমাদের বয়স হয়েছে। আমরা চলে যাবো। তোমরা যাতে আমাদের জায়গা পুরণ করতে পারো সেইভাবে তোমাদের তৈরি হতে হবে।

তিনি বলেন, ছাত্রলীগ সব দখল করে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পরিবেশ নেই। শিক্ষকদের সম্মান করতে হবে। কিন্তু ছাত্রলীগ শিক্ষকদের অসম্মান করছে। সেখানে তোমরা যারা ছাত্রদলের নেতাকর্মী

আছো তোমাদের প্রতিবাদ করতে হবে। সাধারণ ছাত্রদের সঙ্গে নিয়ে তোমাদের প্রতিবাদ শুরু করতে হবে।

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ছাত্র সমাবেশে আরও উপস্থিত আছেন, বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট খোন্দকার মাহবুব হোসেন, অধ্যাপক এম এ মান্নান, শামসুজ্জামান দুদু, এ জেড জাহিদ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, যুব বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী প্রমুখ।

 

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ