৪টি কাজে নষ্ট হতে পারে মুখের ত্বক

লাইফস্টাইল ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা: নিজের মুখ, চোখকে সুন্দর রাখতে কত না জিনিসই আমরা ব্যবহার করি। কিন্তু, এমন বেশ কিছু জিনিস রয়েছে, যেগুলো ব্যবহার করলে, ক্ষতি হতে পারে আপনার ত্মকের। নষ্ট হতে পারে মুখের ত্বকও। এমনকি, বেরোতে পারে র‍্যাশও।যেমন,

১ শ্যাম্পু : অনেকেই চুলে শ্যাম্পু করার সময়, তার থেকে বেশ কিছুটা নিয়ে মুখ পরিষ্কার করে ফেলেন। কিন্তু, মনে রাখবেন, চুল পরিষ্কার করার সময় কখনওই ব্যবহার করা উচিত নয় শ্যাম্পু। এতে আপনার মুখের ত্মকের ক্ষতি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, শ্যাম্পুতে যে ধরণের উচ্চ মাত্রার রাসায়নিক থাকে, তাতে ক্ষতি হয় ত্মকের।

২ হেয়ার কালার : চুলে রং করার সময়, অনেকের মুখে হেয়ার কালার লেগে যায়। চুলের রং মুখে লাগলে, প্রথমে বিষয়টি নিয়ে অনেকেই মাথা ঘামান না। কিন্তু, জানেন কী, আপনার ত্মকের জন্য অত্যন্ত ক্ষতিকারক চুলের রং। হেয়ার কালার আপনার শরীরে লাগলে, ত্মকের ক্ষতি হতে পারে। বেরোতে পারে র‍্যাশও।

৩ হেয়ার সিরাম : হেয়ার সিরাম মুখে লাগলে, অ্যালার্জিও বেরোতে পারে। তাই, সতর্ক থাকুন, হেয়ার সিরাম লাগানোর সময়, সেটি যেন কোনওভাবেই মুখে না লেগে যায়।

৪ বডি লোশন : ভুল করেও কখনও বডি লোশন মুখে মাখবেন না। কারণ বডি লোশনের ঘনত্ব অনেক সময় মুখকে বেশি তৈলাক্ত করে ফেলে।

 

 

 

 

 

 

সূএ: কালর কন্ঠ

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ