নজরকাড়া গ্ল্যামারকন্যা পরীমনি
বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা : চলচ্চিত্রে পা রাখার পর থেকেই অভিনয়, গ্ল্যামারসহ বিভিন্ন কারণে আলোচিত অভিনেত্রী। ঢাকাই চলচ্চিত্রের নজরকাড়া এ গ্ল্যামারকন্যা পরীমনি।
২০১৪ সালটা আলোচনায় ছিলেন অল্প সময়ে সর্বাধিক সংখ্যক সিনেমায় চুক্তিবদ্ধ ও অভিনয় করেন। এ তারকার রুপালি পর্দায় অভিষেক হয় ২০১৫তে। আর ক্যারিয়ারের শুরুর বছরেই সর্বাধিক সংখ্যক সিনেমা মুক্তি পাওয়া তারকাদের তালিকার শীর্ষ স্থানটি দখল করেন এ অভিনেত্রী। সেই ধারবাহিকতায় ২০১৬ সালটিও তার দারুণ কাটবে বলে ধারণা করা যায়।
পরীমনি বলেন, ‘২০১৫ সালে আমার পরিচালকরা যেরকম শট চাইতো সেই শটটাই দিতাম। আগে বুঝতাম লাইট ক্যামেরা অ্যাকশন মানে সামনে একটি ক্যামেরা, পরিচালক ও ইউনিটের কিছু লোকজন। এখন আমার কাছে ক্যামেরাকে শুধু ক্যামেরা মনে হয় না। ক্যামেরাকে মনে হয় হলের স্ক্রিন, বড় পর্দা আর সামনে অনেক অডিয়েন্স বসে আছেন। মনে হয়, আমি হলের মধ্যে। মনে হয়, হলের মধ্যে আমার মা বসে আছেন, আমার ছোট ভাই বসে আছে। এ জন্য এখন আমি চাইলেও যেনতেন শট দিতে পারব না। ২০১৫ সালে আমি জানতাম না, হল কী? বড় পর্দা কী? গত একটা বছর আমি অনেক কিছু শিখেছি। এখন চাইলেই কেউ আমাকে মিস গাইড করতে পারবে না।’
নতুন বছরে কী করবেন এমন প্রশ্নের জবাবে পরী বলেন, ‘২০১৬ সালে ৩৬৫ দিনই শুটিং করতে চাই। দর্শকদের চাহিদা অনুযায়ী কাজ করতে চাই। কারণ দর্শকদের কাছে আমি দায়বদ্ধ। দর্শকদের এত ভালোবাসার মাঝে এখন চাইলেই যে কোন শট দিতে পারব না। ২০১৫ সালে আমার ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। ছয়টি সিনেমা ছয় ধাচের ছিল। এখান থেকে আমি বুঝতে পেরেছি দর্শক কী চায়। বুঝতে পারছি কী ধরনের কাজ করব। এখন শুধু মাথায় রাখছি দর্শকের চাহিদা। দর্শক পরীকে যেভাবে চায় পরী ঠিক সেভাবে ২০১৬ সালে দৌঁড়াবে। এ কথা দর্শকদের দিচ্ছি।’
প্রথম সিনেমা মুক্তির আগেই ডজন খানেক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ও অভিনয় করেছেন পরীমনি। ২০১৫ সালে ২৭ ফেব্রুয়ারি তার ভালোবাসা সীমাহীন সিনেমাটি মুক্তি পায়। এতে দুই নায়কের বিপরীতে অভিনয় করেন এ অভিনেত্রী। শাহ আলম মণ্ডল পরিচালিত এ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করেন আনিসুর রহমান মিলন ও জায়েদ খান। এ বছরই পাগলা দিওয়ানা, আরো ভালোবাসবো তোমায়, লাভার নাম্বার ওয়ান, নগর মাস্তান ও মহুয়া সুন্দরীসহ মোট ছয়টি সিনেমা মুক্তি পায়। এসব চলচ্চিত্রে কাজ করেছেন পরীমনি।