সড়ক দুর্ঘটনায় মন্ত্রীর পুত্র সহ সাত জন নিহত
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা: বাংলাদেশের দীর্ঘতম সেতু- বঙ্গবন্ধু সেতুর ওপরে আজ ভোরে তিন ঘণ্টার ব্যবধানে অন্তত সাতটি পৃথক দুর্ঘটনা ঘটেছে ।
এর মধ্যে সর্বশেষ দুর্ঘটনায় ১৫টির বেশি যানবাহন একটি আরেকটির ওপর আছড়ে পড়ে।
এসব দুর্ঘটনায় অন্তত সাত জন নিহত হয়েছে, যার মধ্যে সরকারের ভূমি মন্ত্রীর পুত্রও রয়েছেন।
যমুনা সেতু (পূর্ব) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আখেরুজ্জামান জানান ভোর সাড়ে পাঁচটার দিকে প্রচণ্ড ঘন কুয়াশায় ঢেকে যায় বঙ্গবন্ধু সেতু এলাকা।
তখন থেকে এক ঘণ্টার মধ্যে ছয় থেকে সাতটি দুর্ঘটনা হয় সেখানে।
পুলিশ পড়ে ঘটনাস্থলে ঘিরে চারটি মৃতদেহ উদ্ধার করে।
আর আহতদের নেয়া হয় সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে।
নিহতদের মধ্যে একজন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের পুত্র রানা শরীফ।
পুলিশ, সেনাবাহিনী ও বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের লোকজন দুর্ঘটনা কবলিত যানবাহন গুলো সরিয়ে নিচ্ছিলো কিন্তু সেতু বন্ধ করা হয়নি।
এরই এক পর্যায়ে উপস্থিত উদ্ধার কর্মীদের সামনে সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে যায়।
ঘটনাস্থলে উপস্থিত বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের একজন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন নটার দিকে তিনি দেখতে পান একটি দ্রুতগামী ট্রাক আচমকা ব্রেক করে আর মুহূর্তেই পেছন থেকে আসা যানবাহনগুলো প্রচণ্ড বেগে একের পর এক আছড়ে পড়তে থাকে।
মি. আজাদ বলে ওই দুর্ঘটনায় বাস, ট্রাক সহ অন্তত ১৫টি যানবাহন সংঘর্ষের শিকার হয়।
পুলিশ কর্মকর্তা আখেরুজ্জামান বলে এই দুর্ঘটনার পর একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর সেতুতে যান চলাচল বন্ধ রাখা হয়। পরে প্রায় চার ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।
তিনি বলেন তিনি তার পুলিশে কর্মজীবনে এমন ধরনের দুর্ঘটনা কখনো দেখেননি।
সুত্রঃ বিবিসি