গাজীপুর মেয়র মান্নানের মুক্তিতে বাধা নেই, ২১ টি তে জামিন

সিনিয়র প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা: সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নানের সব মামলায় জামিন হওয়ায় কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

বিভিন্ন মামলার দায়ে বিধি অনুযায়ী মান্নানকে মেয়র পদ থেকে সামরিক বরখাস্ত করেছে  সরকার ।

রবিবার হাইকোর্টের দেয়া নাশকতার দুই মামলায় জামিন আদেশ বহাল রাখেন চেম্বার বিচারপতি। মামলা দুইটি গত বছরের ফেব্রুয়ারি মাসে দায়ের করা হয়।

পূর্বে আরো ১৯ মামলায় জামিনে থাকা মান্নান মোট ২১ টি মামলায় জামিন পেলেন। অধ্যাপক মেয়র মান্নান এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।

অধ্যাপক মান্নানের আইনজীবী ও জাতীয়তাবাদী যুব আইনজীবী সমিতির সহ-সভাপতি আবু হানিফ এসব তথ্য নিশ্চিত করে বলেন, গাজীপুরের জয়দেবপুর থানায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় সম্প্রতি হাইকোর্ট থেকে তিনি জামিন পান। সেই জামিন আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ।

আপিলের শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের আদেশ বহাল রাখেন।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ