আরো ৬ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা: অনুমোদন পেল আরও ছয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এসব বিশ্বদ্যিালয়কে অুনমোদন দিয়েছে সরকার ।
রোববার, ১০ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) হেলাল উদ্দিন সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ৮৯টি।
তিনি বলেন, সব প্রক্রিয়া শেষ করে তিন মাসের মধ্যে শিক্ষা কার্যক্রম শুরু করতে হবে।
নতুন ছয়টির মধ্যে দুটি ঢাকায়, একটি চট্টগ্রাম, একটি খুলনা, একটি কুষ্টিয়া ও একটি মানিকগঞ্জে।
ঢাকায় দুটির মধ্যে একটি বাড্ডায় ও একটি তেজগাঁওয়ে স্থাপনের অনুমোদন পেয়েছে।
বাড্ডায় স্থাপিত হবে ‘দি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলার’।
তেজগাঁওয়ে স্থাপিত হবে ‘কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ’।
এ ছাড়া চট্টগ্রামে ‘ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’, খুলনায় ‘নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি’,
কুষ্টিয়ায় ‘রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়’,
মানিকগঞ্জে ‘এন পি আই ইউনিভার্সিটি অব বাংলাদেশ’ প্রতিষ্ঠার অনুমোদন পেয়েছে।
অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন জানান, নতুন অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয়গুলো ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন’ থেকে বিভাগ ও অনুষদ গঠন ছাড়াও পাঠদানের অনুমোদন নেবে। এরপর শিক্ষক নিয়োগ দিয়ে কার্যক্রম শুরু করবে।
তিনি আরো জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদনের জন্য আরও ১১০টি আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।