হরতালের রাজধানীতে গাড়িতে আগুন

hortalরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ইসলামী ছাত্রশিবিরের ডাকা হরতালের ভোরে রাজধানীর আজিমপুরে একটি গাড়ি পোড়ানো হয়েছে।
হরতালেও পরীক্ষা নেবে জাতীয় বিশ্ববিদ্যালয় রাজশাহীতে শিবিরের বোমাবাজি, আহত ৩ কেন্দ্রীয় সভাপতিসহ আটক নেতাদের মুক্তি এবং ‘নিখোঁজ’ নেতাদের সন্ধান দাবিতে বুধবার সারাদেশে হরতাল ডেকেছে শিবির।

তবে রাজধানীর জনজীবনে সকালে এর খুব-একটা প্রভাব দেখা যায়নি। প্রাইভেট গাড়ি চলাচল কম ছাড়া অন্য সব কিছুই স্বাভাবিক রয়েছে।

আজিমপুরে ভোর সাড়ে ৪টার দিকে মিল্কভিটা কোম্পানির একটি কভার্ড ভ্যানে দুষ্কৃতকারীরা আগুন দেয় বলে পুলিশ ও অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে।

অগ্নিনির্বাপক বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদুজ্জামান এবিসি নিউজ বিডিকে জানান, আগুন লাগার খবর পেয়ে তারা গিয়ে তা নেভান। আগুনে গাড়িটির অনেক অংশই পুড়ে গেছে।

লালবাগ থানার ওসি নুরুল মুত্তাকিন বলেন, হরতালে পুলিশের টহল শুরু হওয়ার আগেই দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে পালিয়ে যায়।

হরতালকারীরা এই আগুন দিয়েছে বলে দাবি করলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এদিকে হরতালের সমর্থনে কয়েকটি স্থানে শিবির মিছিলের চেষ্টা চালালেও পুলিশ ধাওয়া করে তাদের হটিয়ে দেয়।

হরতালে ঢাকায় গণপরিবহণ চলছে। ট্রেন, লঞ্চ, বিমান চলাচল স্বাভাবিক।

শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেনকে গত মার্চে হরতালে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়। তারপর বিভিন্ন মামলায় তাকে কয়েকদফা রিমান্ডে নেয়া হয়।

রিমান্ডে নিয়ে দেলওয়ারের ওপর নির্যাতন চালানো হচ্ছে বলে ছাত্রশিবিরের অভিযোগ।

এছাড়া সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগরের কয়েকজন নেতাকে আইনশৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ