মরহুম ড.আর এ গনির বাসায় বেগম জিয়া
সাইফুর রহমান, প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা: শনিবার, ১৬ জানুয়ারী রাত সাড়ে ৯টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম ড. আর এ গণির পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে তার ধানমন্ডিস্থ বাসায় যান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
এ সময় তিনি কিছু সময় অবস্থান করেন, পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং সার্বিক খোঁজ-খবর নেন। তিনি বাসায় উপস্থিত মরহুম আর এ গনির মেঝ মেয়ে রওনক খান, ছোট মেয়ে শারমিন গণি ও একমাত্র ছেলে নূরাইন গণিকে শান্তনা দেন।
এসময় বেগম জিয়া বলেন, “দুঃসময় কালে তিনি নিজেকে দলের সঙ্গে সম্পৃক্ত রেখেছিলেন। দলের সকল সংকটকালে তিনি পিছিয়ে থাকেননি, বরং সংকট মোকাবেলায় এগিয়ে এসেছিলেন। বর্তমান দুঃসময়ে ড. আর এ গণির পৃথিবী থেকে বিদায় নেওয়া দেশ ও দলের জন্য এক অপূরণীয় ক্ষতি। বর্তমানে সুস্থ পরিবেশে গণতন্ত্র চর্চার চরম সংকটকালে তার মতো একজন বর্ষীয়ান রাজনীতিবিদের পরামর্শ ও উপস্থিতি ছিল খুবই জরুরি।”
এ সময় বেগম জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যরিস্টার অসিম উদ্দিন।
বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মরহুম ড. আর এ গণি। তিন দফা জানাজা শেষে শুক্রবার বিকেলে তাকে বনানী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হয়।