খুলনায় ভালোবাসায় সিক্ত মিরাজ
বিশেষ প্রতিনিধি (খুলনা থেকে) এবিসিনিউজবিডি,
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মিশন শেষ করে খুলনার ছেলে যুব টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বাড়ি ফিরছেন। এ সংবাদ পেয়ে হাজারো মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন খালিশপুর নতুন রাস্তা মোড়ে। সময় বাড়ার সাথে সাথে মিরাজের বাসস্থান খালিশপুরে লোকসমাগম বাড়তে থাকে। এক পর্যায়ে জনস্রতে পরিণত হয়।
গাড়ী, পিক-আপ, কয়েক’শ মোটর সাইকেল আর হাজারো মানুষ এসে জড়ো হয় নগরীর নতুন রাস্তার মোড়ে। গাড়ীতে মাইক লাগিয়ে তখন বাজছে বাংলাদেশের ক্রিকেট উদ্দীপনার গান। বাজছে নানান ধরনের ব্যান্ড বাদ্যও। কিছুক্ষণ পরপরই ফুটছে পটকা। মিরাজ, মিরাজ স্লোগানে মুখরিত হয়ে ওঠে খালিশপুরের জনপদ। এসময় চারিদিক থেকে ছিটানো হচ্ছে ফুল। সবাই মিরাজকে কাছ থেকে দেখতে চায়। অবশেষে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বীরের বেশে জন্মস্থান খুলনায় পা রাখলেন যুব বিশ্বকাপের সেরা ক্রিকেটার টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
মঙ্গলবার সন্ধ্যার আগে খালিশপুর নতুন রাস্তার মোড়ে গাড়ী থেকে নামলে মুহূর্তেই মিরাজকে নিয়ে আনন্দে মেতে ওঠে হাজার হাজার মানুষ।
জন্মস্থান খুলনার খালিশপুরের মানুষের ভালোবাসায় মুগ্ধ হয় যুব টাইগার অধিনায়ক মিরাজ। এই তো সেই মিরাজ কিছুদিন আগেও খালিশপুরের অলিতে-গলিতে ছুটে বেরিয়েছেন। স্থানীয় মাঠে অনুশীলন করেছেন। সেই মিরাজই আজ আমাদের গর্ব। আজ সে শুধু খুলনা নয়, বাংলাদেশের গর্ব। বিশ্বদরবারে আজ মিরাজ যুব টাইগার নামে খ্যাত। সদ্য সমাপ্ত যুব বিশ্বকাপের সেরা ক্রিকেটারের ট্রফিও তুলে নিয়েছেন তিনি। খুলনায় পা রাখতেই ভক্তদের ভালোবাসায় আনন্দে আত্মহারা হয়ে যান মিরাজ।
মিরাজ সবাইকে হাত নেড়ে ভালোবাসার জবাব দেন। মিরাজকে বাস থেকে সাথে নিয়ে নামেন তার প্রথম কোচ আল মাহমুদ। এ সময় কোচকে জড়িয়ে ধরেন তিনি। সাথে ছিলেন মিরাজের পিতা জালাল আহমেদ। এতদিন পর ছেলেকে কাছে পেয়ে খুশিতে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। জড়িয়ে ধরেন ছেলেকে। ছিলেন স্থানীয় আরেক ক্রীড়া সংগঠক ইউসুফ আলী। তিনিও মিরাজকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।