জনশক্তি পাঠানোর চুক্তি সইয়ের একদিনের মাথায় স্থগিত

আনোয়ার আজমী, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : মালয়েশিয়র সঙ্গে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট (জিটুজি) প্লাস পদ্ধতিতে জনশক্তি রপ্তানির জন্য চুক্তি সইয়ের এক দিনের মাথায় গতকাল (শুক্রবার) তা স্থগিত করেছে মলয়েশিয়ার সরকার।

কোন কারন উল্লেখ না করলেও দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত তারা কোন জনশক্তি নিচ্ছে না। এর এক দিন আগে (বৃহস্পতিবার) বাংলাদেশ থেকে তিন বছরে ১৫ লাখ শ্রমিক নেওয়ার বিষয়ে ঢাকায় দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশের পক্ষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এবং মালয়েশিয়ার পক্ষে সে দেশের মানবসম্পদ মন্ত্রী রিচার্ড রায়ট আনক জিম চুক্তিতে সই করেছিলেন।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এই চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামসুন নাহার, কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলামসহ প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মালয়েশিয়ার পক্ষে সে দেশের ডেপুটি সেক্রেটারি জেনারেল (পলিসি অ্যান্ড ইন্টারন্যাশনাল) মোহাম্মদ সাহার দারুসমান, শ্রম বিভাগের মহাপরিচালক মোহাম্মদ জেফরি বিন জোয়াকিম, আন্ডার সেক্রেটারি (লেবার পলিসি ডিভিশন) বেটি হাসান, মানবসম্পদ মন্ত্রণালয়ের বিশেষ কর্মকর্তা রবার্ট দাপান, ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ান রাষ্ট্রদূত নূর আশিকান বিনতি মোহাম্মদ তিয়াব উপস্থিত ছিলেন

অনুষ্ঠানে জানানো হয়েছিল, দুই দেশের মধ্যে চুক্তি সই হয়েছে। এবার নিয়ম মোতাবেক মালয়েশিয়া সরকারের কাছে বাংলাদেশি রিক্রুটিং এজেন্টদের তালিকা পাঠাবে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। মালয়েশিয়া সরকার তা যাচাইবাছাই করে ঠিক করবে কারা কর্মী পাঠাতে পারবে। এরপর বাছাই করা রিক্রুটিং এজেন্সিগুলো মালয়েশিয়া যেতে নিবন্ধন করা তালিকা থেকে কর্মী বাছাই করবে।

আরো জানানো হয়েছিল, জিটুজি প্লাস পদ্ধতিতে মালয়েশিয়ায় যেতে প্রত্যেক কর্মীর খরচ হবে ৭৫ হাজার টাকার মতো। এর মধ্যে একেকজন কর্মীর খরচ পড়বে ৩৪ থেকে ৩৭ হাজার টাকা। বিমান ভাড়া, রিক্রুটিং এজেন্টদের সার্ভিস চার্জ, মেডিক্যাল খরচ বাবদ ব্যয় হবে এই টাকা। আর বাকি টাকা দেবে চাকরিদাতারা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ