ফখরুলের বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন আদালত
ফজলুল হক, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : সিলেটের এক আলোচনা সভায় বিচার বিভাগ নিয়ে মন্তব্য করায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে লিখিতভাবে এ ব্যাখা আদালতে দাখিল করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার মির্জা ফখরুলের জামিন সংক্রান্ত বিষয়ে শুনানিকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৫ সদস্যের আপিল বেঞ্চ এ ব্যাখ্যা জানতে চান।
পরে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, বিচার বিভাগের বিষয়ে রাজনীতিবিদদের বিভিন্ন বক্তব্য নিয়ে বুধবার প্রধান বিচারপতি একটি সভায় বক্তব্য দেন। তিনি বলেন, ‘পৃথিবীর সকল দেশে বিচারঙ্গন নিয়ে কোনো কথা হয় না। কিন্তু আমাদের দেশে রাতে টকশোতে বিচারাঙ্গন নিয়ে আলোচনা হয়। কথা বলতে হলে আদালতে আসেন। আদালতে কথা বলেন। আমি আদালতে বলেছি, এ বিষয়ে আদালত যেন একটি গাইডলাইন দেন।’
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি সিলেট জেলা ও মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রের সব প্রতিষ্ঠানকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। দেশে গণতন্ত্র নেই, বিচার বিভাগেরও স্বাধীনতানেই।’