রেলের ভাড়া আর এক দফা বাড়ানো হয়েছে

সচিবালয় প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : রেলের ভাড়া গত শনিবার (২০ ফেব্রুয়ারি) থেকে আর এক দফা বাড়ানো হয়েছে। রেলওয়ের লোকসান কমাতে সারাদেশের রেলওয়ের বর্ধিত ভাড়া শনিবার থেকে কার্যকর করা হয়েছে। নতুন ভাড়ায় প্রতিকিলোমিটার ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। যা আগে ছিলো ৩৬ পয়সা। গত ৪ ফেব্রুয়ারি ৭ দশমিক ২৩ শতাংশ ভাড়া বৃদ্ধির একটি পরিপত্র জারি করে রেলপথ মন্ত্রণালয়। শনিবার থেকে এই নতুন ভাড়া কার্যকর করা হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, যাত্রী পরিবহন ছাড়াও পার্সেল, মালামাল ও কন্টেইনার পরিবহনে ভাড়া পুননির্ধারণ করা হয়েছে। নতুন ভাড়ায় রুটভেদে সাড়ে ৭ থেকে ৯ শতাংশ বাড়ানো হয়েছে। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম রুটে শোভন শ্রেণির ভাড়া ২৬৫ টাকা থেকে বেড়িয়ে হবে ২৮৫ টাকা, শোভন চেয়ার ৩২০ থেকে ৩৪৫, এসি চেয়ার ৬১০ থেকে ৬৫৬, এসি সিট ৭৩১ থেকে ৭৮৮ ও এসি বার্থ ১ হাজার ৯৩ থেকে ১ হাজার ১৮৯ টাকা হবে।

এছাড়া ঢাকা-খুলনা রুটে শোভন শ্রেণির ভাড়া ৩৯০ টাকা থেকে বেড়ে হবে ৪২০ টাকা, শোভন চেয়ার ৪৬৫ থেকে ৫০৫, এসি চেয়ার ৮৯১ থেকে ৯৬১, এসি সিট ১ হাজার ৭০ থেকে ১ হাজার ১৫৬ ও এসি বার্থ ১ হাজার ৫৯৯ থেকে বেড়ে হবে ১ হাজার ৭৩১ টাকা। ঢাকা-সিলেট রুটে শোভন শ্রেণির ভাড়া হবে ২৬৫ টাকা, শোভন চেয়ার ৩২০, এসি চেয়ার ৬১০, এসি সিট ৭৩৬ ও এসি বার্থ ১ হাজার ৯৯ টাকা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ