শহীদ মিনারে খালেদা জিয়ার শ্রদ্ধা

আনোয়ার আজমী, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : মহান মাতৃভাষা দিবসের প্রথম প্রহরেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর শ্রদ্ধা নিবেদন করেছেন। দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ সিনিয়র নেতৃবৃন্দ এসময় চেয়ারপরসনের সঙ্গে ছিলেন।

কেন্দ্রীয় শহীদ মিনারের রাত ১ টা ৪০ মিনিটে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি চেয়ারপারসন। এ সময় পথে দুই দফা বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহর আটকানো হয় বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

পরে বিএনপি চেয়ারপারসনসহ দলীয় নেতাকর্মীরা শহীদ বেদীতে উঠার সময় স্বেচ্ছাসেবীরা বাধা দেন। এসময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে স্বেচ্ছাসেবীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে বলে জানা গেছে। এতে বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

এ বিষয়ে বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান এবিসিনিউজবিডিকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিলাম। পথে পথে আমাদের দলীয় চেয়ারপারসনের গাড়ি আটকে দেওয়া হয়েছে। এরপর শহীদ মিনারে পৌঁছালে নেত্রীর সঙ্গে ফুল দিতে যাওয়া নেতাদের আটকানো হয়। আমাদের নেতাদের নাজেহাল করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লাঠিপেটায় বিএনপি নেতাকর্মীরা আহত হয়েছেন।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ