এটিএম জালিয়াতিতে বিদেশিসহ ৪ জন ৬ দিনের রিমান্ডে

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : এটিএম বুথে জালিয়াতি করে টাকা আত্মসাতের ঘটনায় এক বিদেশি নাগরিকসহ ব্যাংকের ৩ কর্মকর্তাকে গ্রেফতারের পর ৬ দিনের রিমোন্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকৃতরা হচ্ছেন, পালিশ নাগরিক পিটার পিটার স্কেজেফান মাজুরেক এবং সিটি ব্যাংকের কার্ড ডিভিশনের তিন কর্মকর্তা মোকসেদ আল ওরফে মাকসুদ, রেজাউল করিম ওরফে শাহিন ও রেফাজ আহমেদ ওরফে রনি।

সোমবার (২২ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে তিনি জানান, একটি আন্তর্জাতিক ক্রেডিট কার্ড জালিয়াতি চক্রের সদস্যরা বাংলাদেশে এই জালিয়াতির সাথে সম্পৃক্ত। গ্রেপ্তারকৃত পোলিশ নাগরিকও ওই চক্রের সদস্য।

এর আগেও তারা অনেকবার বিদেশি অ্যাকাউন্ট থেকে এটিএম বুথের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। কিন্তু বিদেশে অ্যাকাউন্ট হওয়ায় তা ধরা পড়েনি। কিন্তু এবার বাংলাদেশের অ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাৎ করায় তা কয়েকটি ব্যাংকের নজরে আসে।

বিকেলে বিদেশি নাগরিকসহ ব্যাংকের ৩ কর্মকর্তাকে আদালতে উঠানো হয়। আদালত তাদের ৬ দিনের রিমোন্ড মঞ্জুর করেছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ